• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

কলেজছাত্রীকে অ্যাসিড নিক্ষেপে যাবজ্জীবন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৬ এপ্রিল ২০১৮, ১৯:১৭

ঢাকার ইডেন কলেজের এক ছাত্রীকে অ্যাসিডে ঝলসে দেয়ার মামলায় আসামি মনির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দণ্ডিত মনিরকে এক লাখ টাকা জরিমানাও করা হয়েছে। জরিমানার এই অর্থ এসিড দগ্ধ ওই নারীকে দিতে বলেছেন আদালত।

বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় ওই ছাত্রীকে অ্যাসিড মারা হয়েছিল।

আজ (বৃহস্পতিবার) ঢাকার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রদীপ কুমার রায় এ আদেশ দেন।

ওই ছাত্রীকে ছুরিকাঘাত করায় দণ্ডবিধির ৩২৪ ধারায় তাকে আরও দুই বছরের কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

মাসুম নামে মামলার অন্য আসামিকে খালাস দেয়া হয়েছে।

--------------------------------------------------------
আরও পড়ুন : রাজশাহী-বান্দরবানে আরও দুই বেসরকারি বিশ্ববিদ্যালয়
--------------------------------------------------------

মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ১৫ জানুয়ারি কলেজে যাওয়ার পথে চানখাঁরপুল মোড়ে মনির বিয়ের বিয়ের প্রস্তাব দেন ওই কলেজছাত্রীকে। এতে রাজি না হওয়ায় অ্যাসিড ছুড়ে মারেন ওই মনির। এতে তার মাথা ও মুখে অ্যাসিডে ঝলসে যায়। এছাড়া ওই তরুণীর হাত ও পিঠে ছুরিকাঘাতও করা হয়।

এ ঘটনায় ওই ছাত্রীর ভাই বংশাল থানায় একটি মামলা করেন। তদন্ত শেষে ২০১৩ সালের ১৪ মার্চ অ্যাসিড অপরাধ দমন আইন ও দণ্ডবিধি আইনে আসামি মনির ও মাসুমের বিরুদ্ধে দুটি অভিযোগ দাখিল করেন গোয়েন্দা পুলিশের পরিদর্শক ফজলুর রহমান।

এ মামলায় ২১ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়। এরপর বৃহস্পতিবার বিচারক এ রায় দেন।

দণ্ডিত মনিরের বাড়ি ব্রাহ্মবাড়িয়ার নাসিরনগর উপজেলার বুড়িশ্বর গ্রামে।

আরও পড়ুন :

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
একই পরিবারের ৩ জনের মুখে এসিড নিক্ষেপ
X
Fresh