• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

নাগ‌রিকত্ব না থাকলেও তারেককে দেশে ফেরানো যাবে : আইনমন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৬ এপ্রিল ২০১৮, ১৬:৪২

তারেক রহমান এ মুহূর্তে বাংলাদেশের নাগ‌রিক নন। তার মানে এই নয় তিনি যখন আবার নাগরিকত্ব ফেরত চাইবেন, পাবেন না। যদি ভবিষ্যতে বাংলাদেশের নাগরিক হতে চান, তাহলে তিনি তা পারবেন। বললেন আইনমন্ত্রী আনিসুল হক।

বৃহস্পতিবার সচিবালয়ে সাংবা‌দিক‌দের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এসব কথা বলেন।

আনিসুল হক বলেন, ‘মিউচ্যুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স অ্যাক্ট’র আওতায় ব্রিটেন থেকে তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে আদালতের দেয়া রায় বাস্তবায়ন করা সম্ভব।

আইনমন্ত্রী বলেন, দেশের বাইরে গেলে নিজ দেশের পাসপোর্টই নাগরিকত্বের মূল দলিল হিসেবে বিবেচিত হয়। ব্রিটেনে আশ্রয়রত দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি তারেক রহমান ব্রিটেন সরকারের কাছে তার নিজ দেশের পাসপোর্ট সারেন্ডার করে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন।

--------------------------------------------------------
আরও পড়ুন : সেনা মোতায়েন হবে না, কারখানা বন্ধ থাকবে: ইসি
--------------------------------------------------------

যতক্ষণ পর্যন্ত তিনি বাংলাদেশের পাসপোর্টে ছিলেন ততক্ষণ পর্যন্ত তার পরিচয় ছিল বাংলাদেশের একজন নাগরিক। যেখানে তিনি স্বেচ্ছায় বলছেন, আমি আমার বাংলাদেশি পাসপোর্টটা সারেন্ডার করে দিলাম। তখন কি বলা যাবে তিনি বাংলাদেশের নাগরিকত্ব রেখে দিয়েছেন?’

তিনি আরও বলেন, যদিও এ মুহূর্তে ব্রিটেনের সঙ্গে বাংলাদেশের বন্দি বিনিময় চুক্তি করা নাই। তবে এ চুক্তি করতে কোনো বাধাও নাই।

আইনমন্ত্রী সবাইকে তারেক রহমানের বক্তব্য প্রচারের ক্ষেত্রে উচ্চ আদালতের নির্দেশ অনুসরণ করার অনুরোধ করেন।

এসময় আইন মন্ত্রণালয়ের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক উপস্থিত ছিলেন।

আরও পড়ুন :

এমসি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইনজুরি কাটিয়ে ফিরছেন বাংলার ফুটবলের রক্ষণসেনা
ব্যতিক্রমধর্মী কাজ দিয়ে আলোচনায় নির্মাতা তারেক মাহমুদ সুমন
তারেককে ত্যাগ করতে না পারলে বিএনপির ধ্বংস অনিবার্য : পাটমন্ত্রী
যে কারণে বিএনপির সঙ্গে বেহেশতেও যেতে চান না কাদের সিদ্দিকী
X
Fresh