• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

নারী-পুরুষ সমতায় এগিয়ে বাংলাদেশ

আরটিভি অনলাইন ডেস্ক

  ২৬ অক্টোবর ২০১৬, ২১:২৩

নারী-পুরুষ ব্যবধান কমিয়ে আনার ক্ষেত্রে গেলো বছরের মতোই দক্ষিণ এশিয়ায় নিজেদের শীর্ষ অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম’র প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে।

ফোরাম প্রকাশিত বিশ্ব নারী-পুরুষ বিভাজন সূচক (গ্লোবাল জেন্ডার গ্যাপ ইনডেক্স) প্রতিবেদন ২০১৬ বলছে, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বিশ্ব নারী-পুরুষ সমতায় বাংলাদেশের অবস্থান ৭২ তম।

রাজনৈতিক অংশগ্রহণের ক্ষেত্রে নারীদের অগ্রগতির তথ্য মিলছে প্রতিবেদনে। তবে এও বলা হচ্ছে, মজুরি বৈষম্য যথাযথভাবে মোকাবেলায় পিছিয়ে বাংলাদেশ।

বিশ্বের মোট ১৪৪ দেশের নারী-পুরুষ বাস্তবতা নিয়ে তৈরি হয়েছে এ প্রতিবেদন। এতে দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর মধ্যে ভারতের অবস্থান ৮৭। এরপর আছে শ্রীলঙ্কা (১০০), নেপাল (১১০), মালদ্বীপ (১১৫), ভুটান (১২১)। দক্ষিণ এশিয়ায় সবচেয়ে পিছিয়ে পাকিস্তান। এর অবস্থান ১৪৩-এ। তালিকায় এরপর শুধু আছে যুদ্ধবিধ্বস্ত দেশ ইয়েমেন।

সমীক্ষায় সবচেয়ে এগিয়ে আছে আইসল্যান্ড। এরপর আছে ফিনল্যান্ড, নরওয়ে, সুইডেন, রুয়ান্ডা, আয়ারল্যান্ড, ফিলিপাইন, স্লোভেনিয়া ও নিউজিল্যান্ড।

অর্থনৈতিক কর্মকাণ্ডের সুযোগ ও অংশগ্রহণ, শিক্ষা, স্বাস্থ্য, রাজনৈতিক ক্ষমতায়নসহ মোট ১৪ রকম উপাত্তের নিরিখে প্রতিবেদনটি তৈরি। ১৪ ধরনের তথ্যের মধ্যে অন্তত ১২ ধরনের তথ্য যেসব দেশে পাওয়া গেছে, তাদেরই এ সূচকে স্থান দেয়া হয়েছে।

এপি/ এসজেড

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh