• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

সিএনজি স্টেশনে রোববার থেকে ধর্মঘট

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৬ অক্টোবর ২০১৬, ১৯:২৭

পেট্রোল পাম্প ও ট‌্যাংকলরি মালিকদের পর এবার সিএনজি ফিলিং স্টেশন মালিকরা ধর্মঘটের ডাক দিলেন।

সড়ক ও জনপথ অধিদপ্তরের ইজারা মাশুল বাড়ানোর সিদ্ধান্ত বাতিলসহ ৩ দাবি পূরণ না হলে আসছে ৩০ অক্টোবর রোববার থেকে অনির্দিষ্টকাল ধর্মঘট চলবে ঘোষণা দিয়েছে তারা।

সিএনজি স্টেশন মালিক সমিতি সভাপতি মাসুদ খান বুধবার সংবাদ সম্মেলনে বলেন, ‘এই খাত টিকিয়ে রাখার জন্য আমরা গত কয়েক বছর ধরে সরকারের কাছে দাবি জানিয়ে আসছি। কিন্তু সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে কোনো কার্যকর পদক্ষেপ নেয়া হচ্ছে না’।

আসছে ৩০ অক্টোবর রোববার সকাল ৬টা থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত সারাদেশের সিএনজি ফিলিং স্টেশন লাগাতার ধর্মঘট পালন করবে।

এর আগে ইজারা মাশুল বাড়ানোর সিদ্ধান্ত বাতিলসহ ১২ দাবিতে ৩০ অক্টোবর থেকে বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাংকলরি মালিক-শ্রমিক ঐক্য পরিষদ ধর্মঘটের হুমকি দেয়।

আর এখন সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ‌্যাসোসিয়েশন ধর্মঘট ডাকল।

সিএনজি ফিলিং স্টেশন মালিকদের অন্য দু’টি দাবি হল-কোম্পানিগুলোর গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব প্রত্যাহার এবং জ্বালানি মন্ত্রণালয়ের সুপারিশগুলোর বাস্তবায়ন।

এস জেড

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh