• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

‘গ্লোবাল উইমেনস লিডারশিপ’ পদক পাচ্ছেন প্রধানমন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৪ এপ্রিল ২০১৮, ১৪:৪৪

নারী নেতৃত্বে সফলতার স্বীকৃতি স্বরূপ 'গ্লোবাল উইমেনস লিডারশিপ অ্যাওয়ার্ড' পাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার অস্ট্রেলিয়ায় তিন দিনের সফরে যাবেন প্রধানমন্ত্রী। সিডনিতে তিনি এ পুরস্কার গ্রহণ করবেন।

পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী মঙ্গলবার সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি নারী উন্নয়ন ও ক্ষমতায়নে বাংলাদেশের অগ্রগামী ভূমিকা বিশ্বে জোরালোভাবে প্রতিষ্ঠিত করবে।

এর আগে গত বছর জাপানের প্রধানমন্ত্রী শিনবো আবে এ পুরস্কার পান।

প্রধানমন্ত্রীর অস্ট্রেলিয়া সফর সম্পর্কে তিনি বলেন, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের আমন্ত্রণে `গ্লোবাল সামিট অব উইমেন ২০১৮` এ অংশগ্রহণের জন্য আগামী ২৬ এপ্রিল তিনি অস্ট্রেলিয়া সফর করবেন।

এ সামিটে অংশগ্রহণ ছাড়াও ২৮ এপ্রিল তিনি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।

সম্মেলনের সাইড লাইন বৈঠকে বেশ কয়েকটি দেশের সরকার প্রধানদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।

বিভিন্ন দেশের মন্ত্রী এবং খ্যাতনামা প্রতিষ্ঠানগুলোর প্রধান নির্বাহী কর্মকর্তা ও নেতৃস্থানীয় ব্যক্তিরা সম্মেলনে অংশ নেবেন।

উল্লেখ্য, গত ২৭ বছরেরও বেশি সময় ধরে ‘গ্লোবাল সামিট অব উইমেন’ বিশ্বব্যাপী নারীদের সংযুক্ত করে আসছে।

সরকারি, বেসরকারি ও অলাভজনক সব খাতের নারীদের বিশ্বব্যাপী অর্থনৈতিক সুযোগ বাড়ানোর লক্ষ্যে প্রতিবছর এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এমসি/ এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাতীয় পতাকার নকশাকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
‘মানুষ এখন ডাল-ভাত নয়, মাছ-মাংস নিয়ে চিন্তা করে’
জিয়া ছিলেন মুজিবনগর সরকারের ৪০০ টাকা বেতনের কর্মচারী: পররাষ্ট্রমন্ত্রী
মানুষের ভাগ্য পরিবর্তনে কেউ কোনো পদক্ষেপ নেয়নি: প্রধানমন্ত্রী
X
Fresh