• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

শিশু ধর্ষণের বিচার দ্রুত করার নির্দেশ

অনলাইন ডেস্ক
  ২৬ অক্টোবর ২০১৬, ১৬:০৩

শিশু হত্যা ও ধর্ষণের ঘটনায় দ্রুত বিচার ও অপরাধীদের সাজা নিশ্চিত করতে প্রসিকিউশনকে নির্দেশ দেয়া হবে। জানালেন আইনমন্ত্রী আনিসুল হক।

মঙ্গলবার সকালে বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে বিচারকদের ১শ’ ৩১তম প্রশিক্ষণ কর্মশালায় তিনি এ কথা জানান।

তিনি বলেন, এ ধরনের অপরাধের বিচার কাজ দ্রুত বিচার ট্রাইব্যুনালে দ্রুত সময়ে হবে। অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি হবে। যাতে ভবিষ্যতে এ ধরনের অপরাধ করতে কেউ সাহস না পায়।

দিনাজপুরের পাবর্তীপুরে ধর্ষিতা ৫ বছরের শিশুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তারকরেছে পুলিশ।

তিনি আরো বলেন, মানবতাবিরোধী অপরাধীদের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যাল স্থানান্তরে প্রধান বিচারপতির চিঠির জবাব শিগগিরই দেয়া হবে।

এইচটি/ জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh