• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

অনির্দিষ্টকালের জন্য বন্ধ নোয়াখালী মেডিক্যাল কলেজ

আরটিভি অনলাইন রিপোর্ট

অনলাইন ডেস্ক
  ২৫ অক্টোবর ২০১৬, ২২:৫৩

ছাত্রদের সংঘর্ষের ঘটনায় নোয়াখালী আব্দুল মালেক মেডিক্যাল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করলো কর্তৃপক্ষ।

কলেজের অধ্যক্ষ মলয় চক্রবর্তী জানান, কিছুদিন পর মেডিক্যাল কলেজে নতুন ভর্তি শুরু হবে। এ ভর্তিকে কেন্দ্র করে এবং নতুন শিক্ষার্থীদের তাদের ক্লাবে নিতে মেডিক্যাল কলেজ ছাত্র সংগঠন মেডিসিন ক্লাব ও সন্ধানী ক্লাবের সদস্যদের মাঝে সোমবার গভীর রাতে কথা কাটাকাটি হয়। এর জের ধরে মঙ্গলবার সকাল থেকেই ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করে। ঘটনার জেরে বিকেলে দুই ক্লাবের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। দফায় দফায় সংঘর্ষ ঠেকাতে ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে বার বার আলোচনা করেও কোনো প্রতিকার করা যায়নি। এ জন্য বড় ধরনের সংঘর্ষ এড়াতে একাডেমিক কাউন্সিলের ডেকে অনির্দিষ্টকালের জন্য মেডিক্যাল কলেজ বন্ধ ঘোষণা করা হয়। শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজিদুর রহমান জানান, রাত সাড়ে ৮টার দিকে কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয়ায় দূর-দূরান্তের শিক্ষার্থীরা বিপাকে পড়েছেন। নিরাপত্তার স্বার্থে ক্যাম্পাস ও হোস্টেল এলাকায় অতিরিক্তি পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বহিরাগতদের অনুপ্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

কে/ জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh