• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

পুলিৎজারে বাংলাদেশি আলোকচিত্রী পনিরের ৩ ছবি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৮ এপ্রিল ২০১৮, ১৯:৪২

সাংবাদিকতায় সবচেয়ে সম্মানজনক পুরস্কার পুলিৎজার। ‘ফিচার ফটোগ্রাফি’বিভাগে রয়টার্সের পুরো আলোকচিত্র বিভাগ এবার পুলিৎজার জিতেছে। প্রথম বারের মতো এবার এক বাংলাদেশির তিনটি ছবি স্থান পেয়েছে পুলিৎজার পুরস্কারের জন্য। তিনি হচ্ছেন বাংলাদেশে নিযুক্ত রয়টার্সের আলোকচিত্রী মোহাম্মদ পনির হোসেন।

তার আগে আর কোনো বাংলাদেশি পুলিৎজার এ পুরস্কার পাননি।

বাংলাদেশ ও মিয়ানমারে রোহিঙ্গা শরণার্থীদের দুর্দশা নিয়ে প্রকাশিত ১৬টি ফটো পুলিৎজার পুরস্কারের জন্য মনোনীত হয়। এসব ছবি তুলেছেন রয়টার্স ফটোগ্রাফি টিমের সাত সদস্য। টিমের অন্যতম সদস্য বাংলাদেশি মোহাম্মদ পনির হোসেন তুলেছেন তিনটি ছবি।
--------------------------------------------------------
আরও পড়ুন : রোহিঙ্গারা নিঃসন্দেহে জাতিগত নিধনের শিকার: যুক্তরাষ্ট্র
--------------------------------------------------------