• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

সুপ্রিম কোর্টে অবকাশ শুরু : অবকাশকালীন বেঞ্চ গঠন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৫ এপ্রিল ২০১৮, ১৮:২৩

আজ (রোববার) থেকে সুপ্রিম কোর্টে অবকাশ শুরু হয়েছে। সরকার ঘোষিত ছুটি, সাপ্তাহিক ছুটি এবং কোর্টের অবকাশ মিলিয়ে আগামী ৫ মে পর্যন্ত সুপ্রিম কোর্টে নিয়মিত বিচার কার্যক্রম বন্ধ থাকবে। ৬ মে রোববার থেকে সুপ্রিম কোর্ট যথারীতি খুলবে।

তবে এ সময়ে জরুরি বিষয় শুনানি ও নিষ্পত্তির জন্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগে চেম্বার কোর্ট এবং সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার দিয়ে হাইকোর্ট বিভাগে অবকাশকালীন বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি। এসব আদালতে অবকাশের সময় জরুরি বিভিন্ন মামলা শুনানি ও নিষ্পত্তি হবে।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জরুরি বিষয়াদি নিষ্পত্তির জন্য বিচারপতি মির্জা হোসেইন হায়দারকে চেম্বারকোর্ট বিচারপতি হিসেবে মনোনীত করেছেন প্রধান বিচারপতি। চেম্বার আদালতে তিনি শুনানি গ্রহণ করবেন ১৮, ২৪ ও ৩০ এপ্রিল।

--------------------------------------------------------
আরও পড়ুন : সৌদি আরবের পথে প্রধানমন্ত্রী
--------------------------------------------------------