• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

যে কোনো মূল্যে ষড়যন্ত্রকারীদের প্রতিহত করবো

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৩ জুলাই ২০১৬, ১১:২৮

দেশবাসীকে সঙ্গে নিয়ে যে কোনো মূল্যে আমরা ষড়যন্ত্রকারীদের চক্রান্ত প্রতিহত করবো, ইনশাল্লাহ। বাংলাদেশের শান্তিপ্রিয় মানুষ তাদের ষড়যন্ত্র বাস্তবায়িত হতে দেবে না। এমনটাই বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বললেন, সন্ত্রাসীদের নির্মূল করে আমরা বাংলাদেশকে একটি শান্তিপূর্ণ রাষ্ট্রে পরিণত করবোই, ইনশাল্লাহ। কোনো ষড়যন্ত্রই আমাদের অগ্রযাত্রাকে প্রতিহত করতে পারবে না।

প্রধানমন্ত্রী শনিবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে এ কথা বলেন।

তিনি বললেন, আপনারা জানেন- গতরাতে কতিপয় অস্ত্রধারী সন্ত্রাসী রাজধানীর গুলশানের একটি রেস্টুরেন্টে হামলা চালায়। সেখান অবস্থানরত নিরস্ত্র, বেসামরিক নাগরিকদের অস্ত্রের মুখে জিম্মি করে এবং হত্যাকাণ্ড শুরু করে। এই বর্বর ও কাপুরুষোচিত আক্রমণ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশে নজিরবিহীন।

প্রধানমন্ত্রী বললেন, হামলার সংবাদ পাওয়ার সাথে সাথেই আমার সরকার দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার উদ্যোগ নেয়। পরবর্তী সময়ে সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌবাহিনীর কমান্ডোরা অভিযানে অংশ নিয়ে জিম্মিদের মুক্ত করে আনে।

তিনি বললেন, নিহতদের স্মরণে দু’দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করছি।

অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বললেন, আপনার সন্তানকে সুশিক্ষা দিন। তারা যাতে বিপথে না যায় সেদিকে নজর রাখুন।

ডিএইচ/ এস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh