• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

৪১০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট উদ্বোধন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১২ এপ্রিল ২০১৮, ১৩:০৯

বিদ্যুৎ আমাদের মূল্যবান ও গুরুত্বপূর্ণ সম্পদ, তাই উচিৎ হবে বিদ্যুৎ ব্যবহারে সচেতন ও মিতব্যয়ী হওয়া। আমি যখন ঘর থেকে বের হই তখন নিজের হাতে সুইচ বন্ধ করি। এতে আমার সম্মান যায় না। নিজের কাজ নিজে করার মধ্যে সম্মানহানির কিছু নাই। আপনারা যখন ঘর থেকে বের হবেন তখন সুইচটি বন্ধ করে যান। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ (বৃহস্পতিবার) গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কুষ্টিয়ার ভেড়ামারায় ৪১০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট বিদ্যুৎ কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, এক ওয়াট বিদ্যুৎ উৎপাদনে যে খরচ হয়, আমরা আপনাদের কাছ থেকে সেই দাম নিই না। বিদ্যুৎখাতে আমরা ভতুর্কি দিই। খরচের চেয়ে অনেক কম দামে আপনারা বিদ্যৎ পান।

--------------------------------------------------------
আরও পড়ুন : শেখ হাসিনাকে ‘মাদার অব এডুকেশন’ উপাধি দিল শিক্ষার্থীরা
--------------------------------------------------------

তিনি বলেন, আপনারা যদি সুইচ বন্ধ করে রাখেন তাতে বিদ্যুৎ সাশ্রয় হবে। এতে আপনাদেরই উপকার হবে, দেখবেন মাস শেষে বিদ্যুৎ বিল কম আসছে।

প্রধানমন্ত্রী বলেন, ২১ বছর পর আমরা ক্ষমতায় আসি ৯৬ সালে। এসে দেখি মাত্র ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হয়েছে। আমরা ১৬০০ মেগাওয়াট থেকে বিদ্যুৎ ৪৩০০ মেগাওয়াটে এনেছি। ২০০৯ সালে ক্ষমতায় এসে দেখি ৪৩০০ মেগাওয়াটের বিদ্যুৎ হয়ে গেছে ৩২০০ মেগাওয়াটে।

এসময় তিনি আরও ১৫টি উপজেলায় শতভাগ বিদ্যুৎ সরবরাহের ঘোষণা দেন। এর মধ্য দিয়ে দেশে মোট ৫১টি উপজেলা বিদ্যুৎ সরবরাহের আওতায় এলো।

আরও পড়ুন :

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কৃষক লীগ নেতাদের গণভবনের শাক-সবজি উপহার দিলেন প্রধানমন্ত্রী
ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী : অর্থমন্ত্রী
জাতীয় পতাকার নকশাকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
‘মানুষ এখন ডাল-ভাত নয়, মাছ-মাংস নিয়ে চিন্তা করে’
X
Fresh