• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

আইসিইউতে মির্জা ফখরুলের মা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১০ এপ্রিল ২০১৮, ১৮:০৩

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মা ফাতিমা আমিনের শারীরিক অবস্থার অবনতি হয়েছে।

তাকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) রাখা হয়েছে।

মঙ্গলবার ভোর রাতে তাকে আইসিইউতে নেয়া হয়। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার আরটিভি অনলাইনকে এ তথ্য জানিয়েছেন।

--------------------------------------------------------
আরও পড়ুন : কোটা সংস্কার হওয়া উচিত: অর্থমন্ত্রী
--------------------------------------------------------

তিনি বলেন, ফুসফুস, কিডনিসহ বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যার কারণে বেশ কিছুদিন ধরে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি ছিলেন। ফখরুলসহ পরিবারের সদস্য ও স্বজনরা হাসপাতালে ফাতিমা আমিনের পাশে আছেন।

পরিবারের পক্ষ থেকে ফাতিমা আমিনের দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ফখরুল ইসলাম।

৮৬ বছর বয়েসী ফাতিমা আমিন বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত। ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে অধ্যাপক এম এ রশিদের তত্ত্বাবধায়নে তার চিকিৎসা চলছে।

ফাতিমা আমিনের স্বামী প্রয়াত মির্জা রুহুল আমিন আশির দশকে এইচ এম এরশাদ সরকারের মন্ত্রী ছিলেন। এছাড়া তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে.জে.(অব.) মাহবুবুর রহমানের শাশুড়ি।

আরও পড়ুন :

এমসি/এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘সরকারের জুলুম বন্ধ না হলে দেশ চরম নৈরাজ্যে নিপতিত হবে’
সরকার দেশে নব্য বাকশাল কায়েম করেছে : মির্জা ফখরুল
অসুস্থ খন্দকার মোশাররফকে দেখতে গেলেন মির্জা ফখরুল
সরকার জুলুমের মাত্রা বৃদ্ধি করেছে : মির্জা ফখরুল
X
Fresh