• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

গণপরিবহনকে এক ছাতার নিচে আনা হবে: সাঈদ খোকন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৯ এপ্রিল ২০১৮, ২০:৩১

শৃঙ্খলা ফেরাতে গণপরিবহনকে শিগগিরই এক কোম্পানি বা ছাতার নিচে আনা হবে বলে জানালেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের(ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

সোমবার নগর ভবনে বিভিন্ন সেবা সংস্থার প্রধানদের সঙ্গে অনুষ্ঠিত সমন্বয় সভায় একথা জানান তিনি।

সাঈদ খোকন বলেন, আসছে পহেলা বৈশাখের পরই এই বিষয়ে যৌক্তিক সিদ্ধান্ত নিতে বৈঠক করা হবে। এই কাজের সঙ্গে ঢাকা উত্তর সিটি করপোরেশন ও অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় করে একটি সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হবে।

--------------------------------------------------------
আরও পড়ুন : কোটা সংস্কার আন্দোলনের খবর বিশ্ব মিডিয়ায়
--------------------------------------------------------

এক প্রশ্নে উত্তরে তিনি বলেন, হকার এখন শুধু আর গুলিস্তান বা নিউ মার্কেট এলাকায়ই সীমাবদ্ধ নয়। এটা সারা শহরে ছড়িয়ে পড়েছে। এটা নাগরিকদের প্রচণ্ড দুর্ভোগের কারণ হয়ে গেছে। নাগরিক দুর্ভোগ কমানো আমাদের প্রধান কর্তব্য। সেই সঙ্গে হকারদেরও যেন জীবন-জীবিকা ঠিক থাকে সেটাও আমাদের দেখতে হবে।

তিনি আরও বলেন, আমরা তাদের জন্য একটা সময় নির্দিষ্ট করে দিতে চাই, যাতে তারা তখন ফুটপাতে বসতে পারে। তবে এই মুহূর্তে আমাদের হাতে বেশকিছু কর্মসূচি আছে, সেগুলো বাস্তবায়িত হলে হকারদের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল, রাউজকের চেয়ারম্যান মো. আব্দুর রহমান, ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান, তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক মীর মশিউর রহমান।

আরও পড়ুন :

কে/এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডেঙ্গু প্রতিরোধে একযোগে মাঠে নামছে ডিএসসিসির ৫৪ ওয়ার্ড
জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করবেন যত মুসল্লি
জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়
‘ঈদের পরই পুরান ঢাকার রাসায়নিক গুদামে চিরুনি অভিযান’
X
Fresh