• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

সাম্প্রদায়িক উগ্রবাদ পরাভূত করা হবে, আওয়ামী লীগ হবে সেরা দল

অনলাইন ডেস্ক
  ২৪ অক্টোবর ২০১৬, ১৪:৩০

সাম্প্রদায়িক উগ্রবাদ পরাভূত করাসহ ইতিবাচক বিভিন্ন পদক্ষেপ নেয়া এবং আওয়ামী লীগে গুণগত বদল আনার প্রত্যয় জানালেন আওয়ামী লীগের নতুন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সোমবার ধানমন্ডিতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ প্রত্যয় জানান।

মন্ত্রী না বরং কর্মী হয়ে জনগণের সেবক হয়ে কাজ করবেন জানিয়ে তিনি বলেন, রাজনৈতিক জীবনের সেরা স্বীকৃতি পেয়েছি, পরিশ্রমের পুরস্কার পেয়েছি।

আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বর্তমান সভাপতিমণ্ডলীর সদস্য ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম তার নাম ঘোষণা করায় তার প্রতি এবং দলীয় সভাপতি শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

বলেন, সৈয়দ অাশরাফুল ইসলামই আমার নাম প্রস্তাব করেন এবং এটা ছিল সম্মেলনের সবচাইতে বড় চমক।

ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার বাইরে কেউ কিছু করবেন না।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশ যে ঘুরে দাঁড়াতে পারে হয়ে যাওয়া সফল সম্মেলনই হচ্ছে তার উৎকৃষ্ট প্রমাণ।

তৃণমূল পর্যন্ত দলকে সংগঠিত করার প্রত্যয় জানিয়ে তিনি বলেন, আমরা মুখে যা বলব, তা রক্ষা করার চেষ্টা করব।

দু’এক দিনের মধ্যে সম্পাদকমণ্ডলী এবং ৩/৪ দিনের মধ্যে বাকি সদস্যদের নাম ঘোষণা করা হবে হবে জানান ওবায়দুল কাদের।

সম্মেলনের পর দলের সামনের এজেন্ডা প্রসঙ্গে তিনি বলেন, আমরা দুটি এজেন্ডা হাতে নিয়েছি। এক. সাম্প্রদায়িক পরাশক্তিকে পরাজিত করা। দুই. আগামী নির্বাচনের জন্য দলের প্রস্তুতি নেওয়া। আওয়ামী লীগের নেতৃত্বে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তৃণমূল থেকে সংঘবদ্ধ হয়ে আমরা নির্বাচনে জয়লাভ করবো।

সম্মেলনে বিএনপি’র না আসা প্রসঙ্গে বলেন, খোলামনে তাদের দাওয়াত দিয়েছি। কিন্তু কথা রাখে নি বিএনপি।

সম্মেলন প্রস্তুতিতে সহায়তাকারী নেতা-কর্মী, বিভিন্ন উপ কমিটি, আইন-শৃঙ্খলা বাহিনী এবং সংবাদকর্মীদের কৃতজ্ঞতা জানান নতুন সাধারণ সম্পাদক। কৃতজ্ঞতা জানান সবস্তরের মানুষের প্রতি।

বলেন, আমি পুরো দলের, আমি সারাদেশের।

আওয়ামী লীগকে সুসংগঠিত করে ইতিবাচক কার্যক্রম পরিচালনার মধ্য দিয়ে দেশকে প্রত্যাশিত লক্ষ্যে এগিয়ে নিতে সবার সহযোগিতা চান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।


আরএইচ/এসজেড

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh