• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

রাতে যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৭ এপ্রিল ২০১৮, ২৩:৪০

দেশের বেশ কয়েকটি জেলায় আজ রাতে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি এবং অস্থায়ী ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

শনিবার রাত ১০টা ১৬ মিনিটে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ফেসবুক পেজে পোস্ট করা বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী এবং কুমিল্লা অঞ্চলগুলোর ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ-হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া দেশের পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এর আগে ৮টা ৫০ মিনিটে দেয়া এক পোস্টে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানায়, মেহেরপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ ও রাজবাড়ী জেলাগুলোর ওপর দিয়ে দমকা হাওয়াসহ ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে।

কে/পি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ধর্ম-কর্মে সময় কাটছে চিত্রনায়ক মেহেদির
বিজয় নিয়ে আশাবাদী নিপুণ, ফল যা হোক মেনে নেবেন কলি
পালিয়ে বাংলাদেশে এলেন আরও ১১ বিজিপি সদস্য
শাবনূরের বিকল্প নেই : ডিপজল
X
Fresh