• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

সুন্দরবনের সৌন্দর্য উপভোগ করলেন রাষ্ট্রপতি

অনলাইন ডেস্ক
  ০৫ এপ্রিল ২০১৮, ২০:৩৪

দুই দিনের খুলনা সফরের শেষদিনে আজ (বৃহস্পতিবার)সপরিবারে সুন্দরবনের নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করেছেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ। মোংলা বন্দর থেকে জাহাজে করে পশুর চ্যানেল পরিদর্শনে যাওয়ার পথে সুন্দরবন দেখেন রাষ্ট্রপতি।

এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী রাশিদা খানম, মেজ ছেলে রাসেল আহমেদ তুহিন ও তার স্ত্রী।

তিনি পশুর নদীর নৌ চলাচলের নাব্যতার পাশাপাশি অন্যান্য পরিবহন সুবিধা এবং এই এলাকার অবকাঠামোর খোঁজ-খবর নেন।

আবদুল হামিদ এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তা এবং সাধারণ লোকজনের সঙ্গে কথা বলেন।

--------------------------------------------------------
আরও পড়ুন : ৯টি মডেল মসজিদের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
--------------------------------------------------------

রাষ্ট্রপতি পশুর চ্যানেলের পাশাপাশি মোংলা বন্দরের সার্বিক পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করেন।

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর এ কে এম ফারুক হাসান, রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবগণ, সিনিয়র বেসামরিক ও সামরিক কর্মকর্তাগণ এ সময় রাষ্ট্রপতির সঙ্গে ছিলেন।

বুধবার বিকেলে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) তৃতীয় সমাবর্তনে যোগ দেন রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতি আজ বিকেলে ঢাকায় ফিরেছেন।

আরও পড়ুন :

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘বাঙালি সংস্কৃতির বিকাশে পহেলা বৈশাখ অবিনাশী শক্তি’
দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর আহ্বান রাষ্ট্রপতির
বঙ্গভবনে রাষ্ট্রপতি ও গণভবনে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় 
জাতীয় ঈদগাহে নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি
X
Fresh