• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ঘোষণাপত্রই আসছে নির্বাচনের ইশতেহার

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৩ অক্টোবর ২০১৬, ১৬:৩৯

২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ দেশ গড়ার লক্ষ্য নিয়ে আওয়ামী লীগের ঘোষণাপত্র অনুমোদন দেয়া হয়েছে। এটিই পরবর্তী নির্বাচনে ছায়া ইশতেহার হিসেবে কাজ করবে।

উপমহাদেশের প্রাচীনতম সংগঠনটির ২০তম সম্মেলনের শেষ দিন রোববার কাউন্সিলে এ ঘোষণাপত্র অনুমোদিত হয়।

সদ্য ঘোষিত ঘোষণাপত্রে মুক্তিযুদ্ধের চেতনা, দারিদ্র্য বিমোচন, যুদ্ধাপরাধী ও অবৈধ ক্ষমতা দখলকারীদের বিচার, সামাজিক নিরাপত্তার মতো বিষয়গুলো প্রাধান্য পেয়েছে।

সকাল সাড়ে ৯টায় সম্মেলনের দ্বিতীয় দিনের কাউন্সিল অধিবেশন শুরু হয়। এতে সভাপতিত্ব করেন দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দলের ৬ হাজার ৫৭০ কাউন্সিলরের ভোটে আসছে দিনের নেতা নির্বাচন হবে। কাউন্সিল বৈঠকে নেতা নির্বাচন ছাড়াও দলের দলীয় বাজেট, পার্লামেন্ট বোর্ডের সদস্য, স্থানীয় সরকার সদস্য অনুমোদন হবে।

ডিএইচ / জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh