• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

সংশোধিত গঠনতন্ত্র অনুমোদন, বেড়েছে পদ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৩ অক্টোবর ২০১৬, ১৬:৩৮

আওয়ামী লীগের সংশোধিত গঠনতন্ত্র অনুমোদন দিয়েছেন কাউন্সিলররা। এ সংশোধনীর মাধ্যমে বাড়ানো হয়েছে দলীয় পদ ও চাঁদার পরিমাণ।

রোববার বিকেল সাড়ে ৪টায় রুদ্ধদ্বার বৈঠকে গঠনতন্ত্র অনুমোদন দেয়া হয়। অনুমোদিত গঠনতন্ত্রে কার্যকরী কমিটির সদস্য ৭৩ থেকে বাড়িয়ে করা হয়েছে ৮১ জন। জাতীয় কমিটি ১৭৮ থেকে ১৮০ জনে বাড়ানো হয়েছে।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আরো ৪ জন বাড়িয়ে ১৯ জন করা হয়েছে। বাড়ানো হয়েছে যুগ্ম-সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের পদও। যুগ্ম-সম্পাদক ৩ থেকে বাড়িয়ে ৪ জনে এবং সাংগঠনিক সম্পাদক ৭ থেকে ৮ জন করা হয়েছে।

এদিকে দলীয় সদস্যদের চাঁদা ১০০ টাকা থেকে বাড়িয়ে ২০০ টাকা করা হয়েছে।

এর আগে অনুমোদন করা হয় দলের ঘোষণাপত্র। যা আগামী নির্বাচনে ছায়া ইশতেহার হিসেবে কাজ করবে। সকাল সাড়ে ৯টায় ২০তম সম্মেলনের কাউন্সিল অধিবেশন শুরু হয়। এতে সভাপতিত্ব করেন দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দলের ৬ হাজার ৫৭০ কাউন্সিলর ভোটের মাধ্যমে তাদের নেতা নির্বাচন করবেন। কাউন্সিল বৈঠকে নেতা নির্বাচন ছাড়াও দলের গঠনতন্ত্র সংশোধন, দলীয় বাজেট, পার্লামেন্ট বোর্ডের সদস্য, স্থানীয় সরকার সদস্য অনুমোদন হবে।

এবারের সম্মেলনে সবচেয়ে বেশি আলোচনার বিষয় দলের সাধারণ সম্পাদক নির্বাচন। সৈয়দ আশরাফুল ইসলামই থাকছেন নাকি ওবায়দুল কাদের হচ্ছেন, তা জানা যাবে কয়েক ঘণ্টা পর।

দলের নীতিনির্ধারকদের সঙ্গে কথা বলে জানা গেছে, আওয়ামী লীগের ২০তম সম্মেলনের মাধ্যমে বেশকিছু পদে পরিবর্তন আসছে। অভিজ্ঞদের পাশাপাশি দেখা যাবে নতুন মুখ। বাদ দেয়া হবে গেলো কমিটির নিষ্ক্রিয় ও বিতর্কিত নেতাদের। গুরুত্বপূর্ণ পদে আসতে পারেন শেখ হাসিনাপুত্র সজীব ওয়াজেদ জয়।

এদিকে কাউন্সিল অধিবেশনে জেলা ও মহানগর নেতাদের বক্তৃতা পর্ব শেষে প্রথম অধিবেশন মুলতবি করা হয়। ওই পর্বে শেখ হাসিনা সভাপতি পদ থেকে অব্যহতি চান। তিনি বলেন, আমার বয়স ৭০ বছর। ৩৫ বছর দলের নেতৃত্বে ছিলাম। এখন আমার বিদায় নেবার পালা। আশা করি আপনারা নতুন নেতা নির্বাচন করবেন।

তখন কাউন্সিলররা শেখ হাসিনাকে সভানেত্রী পদে থাকার জোর দাবি জানান। পরে তিনি বলেন, এখন কোনো সিদ্ধান্ত নয়। বিকেলে ভোট হবে তখন আপনারা নেতা নির্বাচন করবেন। আপনাদের হাতেই সব ক্ষমতা।

এসটি/ এস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh