• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

আদালত অবমাননার দায়ে সচিবসহ ৫ জনের বিরুদ্ধে রুল

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৩ এপ্রিল ২০১৮, ২০:১৭

নির্দেশনা অনুযায়ী এক ব্যক্তিকে চাকরিতে স্থায়ী না করায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব ড. জাফর আহমেদ খানসহ পাঁচজনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করা হয়েছে।

পাশাপাশি আদালত অবমাননার দায়ে তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণ করা হবে না তা জানতে চাওয়া হয়েছে। আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

মঙ্গলবার বিচারপতি আশফাকুল ইসলাম এবং বিচারপতি কে এম কামরুল কাদেরের বেঞ্চ এই আদেশ দেন।

রুলপ্রাপ্ত অন্য চারজন হলেন উপসচিব ড. জুলিয়া মঈন, পিরোজপুরের জেলা প্রশাসক আবু আহমেদ সিদ্দিক, নজিরপুর উপজেলা চেয়ারম্যান মো. নজরুল খান এবং উপজেলা নির্বাহী অফিসার জুমুর বালা।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আল আমিন সরকার এবং আবেদনের পক্ষে আইনজীবী শামীমা ইসলাম মৌ শুনানি করেন।

এক বিজ্ঞপ্তিতে আইনজীবী শামীমা ইসলাম মৌ জানান, পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার অফিস সহায়ক পদে অস্থায়ীভাবে নিয়োগপ্রাপ্ত মুক্তিযোদ্ধার সন্তান মো. শেখ সাদেককে স্থায়ী নিয়োগ না দিয়ে বাহির থেকে একই পদে লোক নিয়োগ দেয়।

এই ঘটনায় শেখ সাদেক আদালতে আবেদন করলে ২০১৫ সালের ৯ মার্চ তাকে স্থায়ীভাবে নিয়োগের নির্দেশ দেন আদালত। এই রায়ের বিরুদ্ধে ২০১৬ সালে সরকারের লিভ টু আপিল এবং গত বছর রিভিউ আবেদন খারিজ করে দেন আপিল বিভাগ।

এরপরও শেখ সাদেককে নিয়োগ দেয়া না হলে তিনি সংশ্লিষ্টদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করেন।

কে/এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পরীমণিকে আদালতে হাজির হতে সমন জারি
বিএনপি নেতা হাবিব কারাগারে
শনিবার ঢাকা আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কাত্রা
সিইসির বেতন-ভাতা প্রসঙ্গে যা জানালেন মন্ত্রিপরিষদ সচিব
X
Fresh