• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

চলচ্চিত্রে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরতে হবে: প্রধানমন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৩ এপ্রিল ২০১৮, ১১:৪৭
ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমাদের চলচ্চিত্রের রূপালি পর্দায় মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার পাশাপাশি জাতির আশা-আকাঙ্ক্ষা ও স্বপ্নের প্রতিফলন ঘটাতে হবে। চলচ্চিত্র হবে জঙ্গিবাদ, সন্ত্রাস ও অরাজকতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর হাতিয়ার।’

আজ মঙ্গলবার জাতীয় চলচ্চিত্র দিবস উপলক্ষে এক বাণীতে প্রধানমন্ত্রী এ কথা বলেন। দিবসটি উপলক্ষে চলচ্চিত্র শিল্পী, কলাকুশলী, নির্মাতা, পরিচালক, প্রযোজক, পরিবেশক ও দর্শকসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী।

চলচ্চিত্রের উন্নয়নে বর্তমান সরকারের গৃহীত পদক্ষেপের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘বিএফডিসির আধুনিকায়ন ও সম্প্রসারণ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে এফডিসিকে আধুনিক ডিজিটাল প্রযুক্তির যন্ত্রপাতি দ্বারা স্বয়ংসম্পূর্ণ করা হয়েছে। গাজীপুর জেলার কবিরপুরে ১০৫ একর জমিতে বঙ্গবন্ধু শেখ মুজিব ফিল্ম সিটি নির্মাণের প্রথম পর্যায়ের কাজ শেষ পর্যায়ে রয়েছে।’

--------------------------------------------------------
আরও পড়ুন:চলচ্চিত্র তরুণ প্রজন্মকে আলোড়িত করে: রাষ্ট্রপতি
--------------------------------------------------------

তিনি আরও বলেন, ‘আধুনিক ও ডিজিটাল সিনেমাহল নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। অসচ্ছল চলচ্চিত্রশিল্পী ও কুলাকুশলীদের আর্থিক সাহায্য ও চিকিৎসা অনুদান প্রদান করা হচ্ছে। আমি আশা করি চলচ্চিত্র নির্মাতাগণ, আমাদের সংস্কৃতি এবং মহান মুক্তিযুদ্ধের চেতনার প্রতিফলন ঘটিয়ে জীবনঘনিষ্ঠ চলচ্চিত্র নির্মাণ করে দর্শকদের মন জয় করবেন। সকলের ঐক্যবদ্ধ প্রয়াসে আমাদের চলচ্চিত্র দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে সুপরিচিত ও সুপ্রতিষ্ঠিত হবে- এ আমার প্রত্যাশা।’

আরও পড়ুন:

পিআর/পি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাতীয় পতাকার নকশাকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
‘মানুষ এখন ডাল-ভাত নয়, মাছ-মাংস নিয়ে চিন্তা করে’
মানুষের ভাগ্য পরিবর্তনে কেউ কোনো পদক্ষেপ নেয়নি: প্রধানমন্ত্রী
ট্রাফিক তেজগাঁও বিভাগের ব্যবস্থাপনার প্রশংসা করলেন প্রধানমন্ত্রী
X
Fresh