• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

বুড়িগঙ্গায় লঞ্চের ধাক্কায় ট্রলারের দুই যাত্রী নিহত

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০২ এপ্রিল ২০১৮, ২৩:১২

রাজধানীর সদরঘাট সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে একটি লঞ্চের ধাক্কায় পানিতে পড়ে ট্রলারের দুই নিখোঁজ যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতরা হলেন শম্পা ও সানজিদা।

সোমবার সন্ধ্যায় তাদের নিখোঁজ হওয়ার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে যান বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কর্মীরা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে অধিদপ্তরের ডিউটি অফিসার আতাউর রহমান আরটিভি অনলাইনকে বলেন, সন্ধ্যা ৭টার দিকে লঞ্চের ধাক্কায় ট্রলারে থাকা ছয় যাত্রীর মধ্যে দুজন নদীতে পড়ে যান। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, উদ্ধারকৃত মরদেহ দুটি ঢাকা কোতোয়ালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহত দুজনই ১৫ বছর বয়সী বলে মনে করা হচ্ছে।

কে/এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিয়ম ভাঙায় সদরঘাটে লঞ্চের দড়ি ছিঁড়ে ৫ জনের প্রাণহানি
লঞ্চ দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু, আসামিরা ৩ দিনের রিমান্ডে
২ লঞ্চের চালক ও ম্যানেজারসহ ৫ জনের বিরুদ্ধে মামলা
ঈদের দিনেই শেষ বিল্লালের সুখের সংসার
X
Fresh