• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

শেষবারের মতো এক বছর সময় পেল বিজিএমইএ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০২ এপ্রিল ২০১৮, ১০:০৪

রাজধানীর হাতিরঝিলে তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) ভবন ভাঙতে মুচলেকা দেয়ায় শেষবারের মতো আরও এক বছর সময় দিয়েছেন আপিল বিভাগ।

সোমবার সকালে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

আদালত বিজিএমইএ কর্তৃপক্ষকে ২০১৯ সালের ১২ এপ্রিল পর্যন্ত সময় বেধে দিয়েছেন। ওই তারিখে পর বিজিএমইএ কর্তৃপক্ষ ভবন না ভাঙলে রাজউক ভাঙার ব্যবস্থা করবে।
--------------------------------------------------------
আরও পড়ুন: এবার প্রশ্নফাঁস হবে না: শিক্ষামন্ত্রী
--------------------------------------------------------

আদালতে বিজিএমইএর পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী কামরুল হক সিদ্দিকী। রিটের পক্ষে ছিলেন আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

এর আগে বিজিএমইএ গেলো ২৮ মার্চ আদালতে মুচলেকা জমা দেন। এতে কয়েকটি বিষয় বিশেষ করে পরবর্তীতে আর সময় না চাওয়ার শর্ত স্পষ্ট না থাকায় মুচলেকাটি সংশোধন করে পুনরায় জমার নির্দেশ দেন। একইসঙ্গে সোমবার (২ এপ্রিল) আদেশের দিন নির্ধারণ করেন আদালত।

এর আগে ২৭ মার্চ বিজিএমইএ’র আবেদনের ওপর শুনানি শেষ করেন আপিল বিভাগ। শুনানিতে আদালত বিজিএমইএ’র ভবন ভাঙতে বারবার সময় না চাওয়ার শর্তে একটি মুচলেকা জমা দিতে নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতে আদালতে ২৮ মার্চ মুচলেকা জমা দেয়। কিন্তু তা সংশোধন করে পুনরায় সোমবার (২ এপ্রিল) মুচলেকা দিতে নির্দেশ দিয়েছিলেন আপিল বিভাগ।

আরও পড়ুন:

এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শতভাগ কারখানায় বেতন-ভাতা পরিশোধ : বিজিএমইএ
বিজিএমইএ নির্বাচনে পূর্ণ প্যানেলে জয়ী সম্মিলিত পরিষদ
৪২৯ ভুয়া পোশাক কারখানা নিয়ে সিদ্ধান্ত নিতে নির্দেশ হাইকোর্টের
রপ্তানি বাজার সম্প্রসারণের পাশাপাশি পণ্যের বহুমুখীকরণ জরুরি : প্রধানমন্ত্রী
X
Fresh