• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

আরেকবার ক্ষমতায় আসার জন্য মানুষের কাছে যেতে হবে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৩ অক্টোবর ২০১৬, ১০:৫৯

দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আওয়ামী লীগকে আরেকবার ক্ষমতায় আসতে হবে। এ জন্য নেতাকর্মীদের জনগণের কাছে যেতে হবে। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে দলের ২০তম সম্মেলনের দ্বিতীয় ও শেষদিনের অধিবেশনের উদ্বোধনী ভাষণে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকারের উন্নয়নের কথা দেশের জনগণের কাছে তুলে ধরতে হবে। তাদের কাছে যেতে হবে। দুঃখের কথা শুনতে হবে, পাশে দাঁড়াতে হবে।

এখন থেকেই নির্বাচনের প্রস্তুতি নিতে ও জনগণের কাছে যেতে কাউন্সিলরদের প্রতি নির্দেশ দেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, জনগণকে বুঝাতে হবে আওয়ামী লীগ ক্ষমতায় আসলেই দেশে উন্নয়ন হয়। দেশ এগিয়ে যায়। আর বিএনপি ক্ষমতায় আসলে লুটপাট করে।

শেখ হাসিনা আরো বলেন, যারা দেশের মানুষকে পুড়িয়ে মারে, জঙ্গিদের মদদ দেয় তারা যেন আর কোনোদিনই ক্ষমতায় আসতে না পরে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।

অধিবেশনে দেশের বিভিন্ন সাংগঠনিক জেলার নেতারা বক্তব্য দেন। তাদের বক্তব্য শেষে দলের গঠনতন্ত্র ও ঘোষণাপত্রের সংশোধনী অনুমোদনের পর নেতৃত্ব নির্বাচন প্রক্রিয়া শুরু হবার কথা। বর্তমান কমিটি ভেঙে দিয়ে কার্যনির্বাহী সংসদের নতুন কমিটি নির্বাচন করা হবে।

কেমন কমিটি চাইছেন কাউন্সিলররা

আওয়ামী লীগের নতুন কমিটিতে কোনও মীরজাফরকে দেখতে চান না দলের কাউন্সিলররা। দলের সভাপতি শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তারা সাফ জানিয়ে দিয়েছেন, ‘আপনার প্রতি আমাদের আস্থা ও বিশ্বাস রয়েছে। আপনি নিশ্চয়ই যোগ্য ও উপযুক্ত নেতা নির্বাচন করবেন। তবে কোনও মীরজাফরকে আমরা দেখতে চাই না।’

একইসঙ্গে কাউন্সিলররা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে দলের গুরুত্বপূর্ণ পদে দেখতে চান বলেও দাবি করেছেন।

যোগ্য ও দক্ষ নেতৃত্ব বের করে আনার তাগিদ দিয়ে কাউন্সিরররা বলেন, এমন একটি কমিটি উপহার দিন যাতে আমাদের আস্থা বজায় থাকে।

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে কাউন্সিলররা বলেন, আপনি যতদিন বেঁচে থাকবেন, ততদিন আপনাকেই আওয়ামী লীগের নেতৃত্বে দেখতে চাই।

এইচটি/এসএস/এসজেড

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh