• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

শনিবারের গুরুত্বপূর্ণ সংবাদ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২২ অক্টোবর ২০১৬, ২২:২৪

  • বাংলার মাটি সন্ত্রাসবাদে ব্যবহার করতে দেয়া হবে না। সন্ত্রাসের প্রতি আওয়ামী লীগ সরকারের জিরো টলারেন্স থাকবে। কোনোভাবেই এদেশে সন্ত্রাসীরা প্রশ্রয় পাবে না। এদেশে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদের কোনো ঠাঁই নেই। পাশের কোন দেশের সন্ত্রাসী তৎপরতার জন্য দেশের ভূখণ্ড ব্যবহার করতে দেয়া হবে না। আওয়ামী লীগের ২০তম সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।

  • আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য অনেক ষড়যন্ত্র হয়েছে। তবে কোনো ষড়যন্ত্রই দলকে ধ্বংস করতে পারেনি। যেকোনো সময়ের চেয়ে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ এখন বেশি শক্তিশালী। সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।

  • বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করে বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার করলেন বিদেশি অতিথিরা। সে সঙ্গে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করলেন বিভিন্ন দেশের নেতারা।

  • আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রীপুত্র সজিব ওয়াজেদ জয়কে নেতৃত্বে চান দলটির তৃণমূল নেতা-কর্মীরা। সম্মেলনে সবার আগ্রহ ছিল সজিব ওয়াজেদ জয় ও দেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ছেলে তানজীম আহমেদ সোহেল তাজকে নিয়ে।

  • তরুণদের অগ্রাধিকার দেয়া হচ্ছে আওয়ামী লীগের নতুন নেতৃত্বে। কমিটিতে নারী নেতৃত্বের সংখ্যাও বাড়বে। দলে নিয়ে আসা হচ্ছে অংশগ্রহণমূলক রাজনীতি।

  • দেশের পুরনো বৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগের ২০তম সম্মেলনের শুরুতে প্রয়াত নেতা-কর্মীদের স্মরণ করে দলটি। সকাল ১০টা ৫৫ মিনিটে নেতা-কর্মীরা দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করেন।

  • আওয়ামী লীগের জাতীয় সম্মেলন ঘিরে শনিবার ভোর থেকেই সম্মেলন স্থান সোহরাওয়ার্দী উদ্যান ও আশপাশের এলাকায় নেয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। দু’দিনের এই সম্মেলনের নিরাপত্তায় নিয়োজিত রয়েছে ১০ হাজার পুলিশ সদস্য।

  • আওয়ামী লীগের সম্মেলনে যাননি জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তবে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ সম্মেলনে না গেলেও আওয়ামী লীগকে শুভেচ্ছা জানিয়েছেন।

  • বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছে চীনা প্রতিনিধি দল। শনিবার বিকেলে সিপিসি’র ভাইস প্রেসিডেন্ট জেং শিয়াসং এর নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধি দলটি দেখা করে। আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে যোগ দিতে তারা ঢাকা আসেন।

  • বিএনপির সম্মেলনে আওয়ামী লীগের কোনো প্রতিনিধি না আসায় আমরাও তাদের সম্মেলনে যাইনি। বললেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

  • সিলেটে ছাত্রলীগ নেতা বদরুল আলমের হামলার শিকার রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন কলেজছাত্রী খাদিজা আক্তার নার্গিসকে কেবিনে নেয়া হতে পারে।

  • তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের চেয়ারম্যান ইমরান খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। পাকিস্তান টেলিভিশন সদরদপ্তরে হামলা চালানোর অভিযোগে তিনিসহ ৭০ জনের বিরুদ্ধে এ পরোয়ানা জারি করেছেন দেশটির সন্ত্রাসবিরোধী আদালত।

  • বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট বিজয়ী প্রথম নারী জাপানের জুনকো তেবেই মারা গেছেন।
  • ২ ম্যাচ সিরিজের প্রথম টেস্টে নিজেদের দ্বিতীয় ইনিংসে বেন স্টোকস ও জনি বেয়ারস্টোর নৈপুণ্যে বিপর্যয় কাটিয়ে উঠেছে ইংল্যান্ড। দিন শেষে ৭৬ ওভারে ৮ উইকেটে ২২৮ রান সংগ্রহ করেছে সফরকারীরা। এ নিয়ে এখন ২৭৩ রানে এগিয়ে রয়েছে ইংলিশরা।

এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh