• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

নার্গিসকে কেবিনে নেয়ার সম্ভাবনা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২২ অক্টোবর ২০১৬, ১৯:১৫

সিলেটে ছাত্রলীগ নেতা বদরুল আলমের হামলার শিকার রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন কলেজছাত্রী খাদিজা আক্তার নার্গিসকে কেবিনে নেয়া হতে পারে।

শনিবার বিকেলে নার্গিসের ভাই শাহীন চিকিৎসকদের বরাত দিয়ে আরটিভি অনলাইনকে জানান, আগামী ৪-৫ দিনের মধ্যে নার্গিসকে কেবিনে নেয়ার সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে রোববার চিকিৎসকরা সিদ্ধান্ত দিতে পারেন। তবে নার্গিস এখনো কথা বলতে পারছে না। ডাকলে শুধু তাকিয়ে থাকছে। তার কথা বলতে সময় লাগবে বলেও জানিয়েছেন চিকিৎসকরা।

স্কয়ার হাসপাতালের মেডিসিন অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার বিভাগের সহযোগী পরিচালক ডা. মির্জা নাজিম উদ্দিন জানান, নার্গিস প্রতিদিন একটু একটু করে সুস্থ হয়ে উঠছে। তবে তার মাথায় আঘাত গুরুতর হওয়াতে কথা বলা সময়ের ব্যাপার।

প্রেমের প্রস্তাবে সাড়া না দেয়ায় গেলো ৩ অক্টোবর বিকেলে সিলেট এমসি কলেজ ক্যাম্পাসে প্রকাশ্যে সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী খাদিজা আক্তার নার্গিসকে কুপিয়ে গুরুতর আহত করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয ছাত্রলীগের সহ-সম্পাদক বদরুল আলম।

আরএইচ/এসজেড

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh