• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

সম্মেলন ঘিরে কঠোর নিরাপত্তা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২২ অক্টোবর ২০১৬, ১১:৫৪

আওয়ামীলীগ সম্মেলন ঘিরে ভোর থেকেই সম্মেলন স্থান সোহরাওয়ার্দী উদ্যান ও আশপাশের এলাকায় নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

শনিবার ভোর থেকেই আইন শৃঙ্খলা বাহিনী অবস্থান নেয় সোহরাওয়ার্দী উদ্যান ও আশপাশের এলাকায়। দু’দিনের এই সম্মেলনের নিরাপত্তায় নিয়োজিত রয়েছে ১০ হাজার পুলিশ সদস্য।

মৎস্য ভবন, নীলক্ষেত, দোয়েল চত্বর, শাহবাগ, শেরাটনসহ পুরো এলাকা রয়েছে সিসি টিভি ক্যামেরার আওতায়। সম্মেলনকালীন মোট ১৪০ সিসি টিভি ক্যামেরা কাজ করছে।

রয়েছে সাদা পোশাকের পুলিশ এবং ডগ স্কোয়াড। নিরাপত্তার কাজে নিয়োজিত রয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এর ৫’শ সদস্য।

এছাড়া দলীয় প্রশিক্ষণপ্রাপ্ত ২ হাজার স্বেচ্ছাসেবক রয়েছেন সার্বিক পরিস্থিতি তদারকিতে।

সম্মেলন স্থানে সবাইকে তল্লাশি করে ভেতরে প্রবেশ করতে দেয়া হচ্ছে। কাউকেই কোন প্রকার ইলেকট্রনিক ডিভাইস ও ব্যাগ নিয়ে ভেতরে প্রবেশ করতে দেয়া হচ্ছে না।

আরএইচ/ এসজেড

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh