• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

আলোর অভিযাত্রা (ভিডিও)

অনলাইন ডেস্ক
  ২২ অক্টোবর ২০১৬, ১১:২৯

সকাল ১০টা ৫ মিনিট। হাস্যোজ্জ্বল - উৎফুল্ল আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত হন ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের সম্মেলনস্থলে। কেন্দ্রীয় নেতারা তাঁকে স্বাগত জানান। এরপর সোজা ওঠেন নৌকার আদলে তৈরী বিশাল মঞ্চে। হাত নাড়িয়ে শুভেচ্ছা জানান সমবেত নেতা-কর্মীসহ অতিথিদের উদ্দেশে। তার পরনে ছিলো অফহোয়াইট জমিনে লাল-সবুজ কারুকাজ করা ঐতিহ্যবাহী জামদানি শাড়ি।

এরপরই পরিবেশন করা হয় জাতীয় সঙ্গীত। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তোলেন জাতীয় পতাকা। এরপরই ওড়ান শান্তির প্রতীক পায়রা ও বেলুন। মাইকে সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেন এ ঐতিহাসিক সম্মেলন উদ্বোধনের। অনুষ্ঠানের পরবর্তী কার্যক্রমগুলোরও ঘোষণা দেন তিনি।

এরপরই শুরু হয় উদ্বোধনী সাংস্কৃতিক আয়োজন ‘আলোর অভিযাত্রা’। সাংস্কৃতিক উপকমিটির আয়োজনে বর্ণিল এ অনুষ্ঠানে পরিবেশিত সমবেত সঙ্গীত ও নৃত্য সবাইকে মুগ্ধ করে।

আরকে/ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh