• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

কানায় কানায় পূর্ণ সোহরাওয়ার্দী উদ্যান

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২২ অক্টোবর ২০১৬, ০৯:১৪

এরই মধ্যে কানায় কানায় পরিপূর্ণ সোহরাওয়ার্দী উদ্যান ও এর আশপাশ। শনিবার ভোর থেকে সম্মেলনে অংশ নিতে আসতে শুরু করেন কাউন্সিলর ও ডেলিগেট।

সকাল ৭টা থেকে নীলক্ষেত, দোয়েলচত্বর, মৎসভবন,শাহবাগ দিয়ে সম্মেলনে অংশ নিতে কাউন্সিলর ও ডেলিগেটের সাথে সাধারণ নেতা কর্মীদের উপচেপড়া ভীড় বাড়তে থাকে।

সম্মেলনকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা। সবধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সবাইকে তল্লাশি করে ঢুকানো হচ্ছে সম্মেলন কেন্দ্রে।

‘শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলেছি দুর্বার, এখন সময় বাংলাদেশের মাথা উঁচু করে দাঁড়াবার’—এই স্লোগান সামনে রেখে সকাল ১০টায় শুরু হচ্ছে আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন । সোহরাওয়ার্দী উদ্যানে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে দু’দিনব্যাপী এ বর্ণাঢ্য সম্মেলনের উদ্বোধন করবেন দলটির সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এইচটি/এফএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh