• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

যান্ত্রিক ত্রুটির কারণে ১৫ মিনিটে জরুরি অবতরণ ইউএস বাংলার

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৪ মার্চ ২০১৮, ১২:১৫
ফাইল ছবি

ঢাকা থেকে মালয়েশিয়াগামী ইউএস বাংলার একটি যাত্রীবাহী বিমান উড্ডয়নের ১৫ মিনিট পর শাহজালাল বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে।

অবতরণের বিষয়টি আরটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন ইউএস বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জিএম) কামরুল ইসলাম।

তিনি বলেন, আজ শনিবার সকাল সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে। আকাশে উড়ার ১৫ মিনিট পর এটি শাহজালাল বিমানবন্দরে জরুরি অবতরণ করে। যান্ত্রিক ত্রুটির কারণে এটি করতে হয়েছে।

কামরুল ইসলাম বলেন, সকাল ৯টার দিকে এটি মালয়েশিয়ার উদ্দেশে রওনা দেয়। কিন্তু ১৫ মিনিট পর ত্রুটি বুঝতে পারায় বিমানটিকে বিমানবন্দরেই ফেরত আসতে হয়েছে।

তবে বিমানটিতে বড় ধরণের কোনো ত্রুটি ছিল না বলে জানান তিনি।

মহাব্যবস্থাপক আরও বলেন, বিমানটি বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে আবারও ঢাকা ছেড়ে গেছে। এতে ১৬৪ জন আরোহী ছিল।

এসআর

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিয়োগ দেবে ইউএস-বাংলা, সাপ্তাহিক ছুটি ২ দিন
এসএসসি পাসে ইউএস-বাংলায় চাকরি, লাগবে না অভিজ্ঞতা
ইউএস-বাংলায় নিয়োগ, আবেদন অনলাইনে
ইউএস-বাংলা এয়ারলাইনসে চাকরি, নেবে একাধিক জন
X
Fresh