• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বাড়লো হজ নিবন্ধনের সময়

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২২ মার্চ ২০১৮, ২০:১১

হজযাত্রীদের নিবন্ধনের সময় ২২ মার্চ থেকে বাড়িয়ে ১ এপ্রিল করা হয়েছে।

বৃহস্পতিবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের বাংলাদেশ হজ ম্যানেজমেন্ট পোর্টালে প্রকাশিত হজযাত্রীদের জন্য নিবন্ধন সংক্রান্ত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

সহকারী সচিব(হজ) এস এম মনিরুজ্জামানের সই করা এই বিজ্ঞপ্তিতে বলা হয়, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের গত ৫ মার্চের ১৬.০০.০০০০.০০৩.১৮.০০৫.১৭.২৮৩(১) নং স্মারকে চলতি বছর বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের নিবন্ধনের মেয়াদ ২২ মার্চ পর্যন্ত নির্ধারিত ছিল। এই মেয়াদ চূড়ান্তভাবে আগামী ১ এপ্রিল পর্যন্ত বাড়ানো হলো।

এতে আরও বলা হয়, উল্লেখিত তারিখের পরে ‘হজ ও ওমরাহ নীতি ২০১৮’ এর ৩.১.৮ অনুচ্ছেদ অনুসারে পরবর্তী ক্রমিক থেকে নিবন্ধন সম্পন্ন করা হবে। সেক্ষেত্রে পূর্ব ঘোষিত ক্রমিকের প্রাক-নিবন্ধিত আর কেউ নিবন্ধনের সুযোগ পাবেন না।

জানা গেছে, এ পর্যন্ত সরকারিভাবে হজে যেতে ইচ্ছুক ৭ হাজার ১৯৮ জনের মধ্যে নিবন্ধন শেষ হয়েছে ৫ হাজার ৮৩৩ জনের। বেসরকারি ১ লাখ ২০ হাজার যাত্রীর মধ্যে নিবন্ধন হয়েছে প্রায় ৭৩ হাজার। নিবন্ধন শেষ না হওয়ায় সময় বাড়ানো হয়েছে।

এই বছর বাংলাদেশ থেকে হজে যেতে পারবেন ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন। প্রথম হজ ফ্লাইট শুরু হবে ১৪ জুলাই।

কে/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিমানবন্দরে ডলার কারসাজি : ১৯ ব্যাংকারসহ ২১ জনের নামে মামলা
এক ব্যক্তির আঙুলের ছাপে ৪০০ বাংলাদেশির ওমরাহ
ঈদে সিয়ামকে নিয়ে ‘ইত্যাদি’র মঞ্চ মাতাবেন মেহজাবীন
যেভাবে ‌‘ঢালী সিন্ডিকেট’ গড়ে তোলেন সহজের পিয়ন মিজান
X
Fresh