• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

বিজিবি নতুন মহাপরিচালক হলেন সাফিনুল ইসলাম

অনলাইন ডেস্ক
  ২০ মার্চ ২০১৮, ১৯:৩৬

বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি)-এর নতুন মহাপরিচালক (ডিজি) হলেন মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম। এর আগে তিনি চা বোর্ডের চেয়ারম্যান হিসেবে কর্মরত ছিলেন।

আজ (মঙ্গলবার) এ আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়

এতে বলা হয়, বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. সাফিনুল ইসলামকে বর্ডার গার্ড অব বাংলাদেশ নতুন মহাপরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ দেয়া হয়েছে।

এর আগে গেলো ৭ মার্চ সীমান্তরক্ষী বাহিনী বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেনকে সেনাবাহিনীতে ফিরিয়ে নেয়া হয়।

--------------------------------------------------------
আরও পড়ুন: ইউনূসের বিরুদ্ধে প্রতারণার মামলা
--------------------------------------------------------

তিনি ১৯৬৬ সালের ২রা মার্চ জয়পুরহাট জেলায় জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশ মিলিটারি একাডেমীতে ২৫ জুন ১৯৮৪ সালে যোগদান করেন এবং ২৭ জুন ১৯৮৬ সালে কর্পস অব ইনফেনট্রিতে কমিশন লাভ করেন। তিনি দেশে ও দেশের বাইরে বিভিন্ন প্রফেশনাল কোর্সে অংশগ্রহণ করেছেন।

এদিকে, মেজর জেনারেল মো. জাহাঙ্গীর আল মুস্তাহিদুর রহমানকে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

আরও পড়ুন:

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠাল বিজিবি
দুই সহোদরকে পিটিয়ে হত্যা : ফরিদপুরে বিজিবি মোতায়েন
মহেশপুর সীমান্তে সাড়ে ৪ কেজি স্বর্ণসহ আটক ২
হিলিতে যাত্রীবাহী বাস থেকে এক কেজি কোকেন জব্দ
X
Fresh