• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

উড়োজাহাজ দুর্ঘটনায় আহতদের ৩ জনের অবস্থা সংকটাপন্ন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২০ মার্চ ২০১৮, ১৮:১৬

নেপালে ইউএস বাংলার উড়োজাহাজ দুর্ঘটনায় আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ(ঢামেক) হাসপাতালে ভর্তি হওয়া শেহরীন আহমেদ, কবির হোসেন, শাহিন ব্যাপারীর অবস্থা সংকটাপন্ন।

মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের এই তথ্য জানান হাসপাতালটির বার্ন ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন।

তিনি জানান, সোমবার দিনগত রাত থেকে শ্বাস-প্রশ্বাস নিতে সমস্যা হচ্ছিল শেহরীন ও কবিরের। তাই তাদের আইসিইউতে নেয়া হয়। শাহিনের শরীরের ৩২ শতাংশ পুড়ে গেছে। তাকেও আইসিইউতে রাখা হয়েছে। আগামীকাল বুধবার সকালে শেহরীন ও শাহিনের অস্ত্রোপচার হবে।

সামন্ত লাল সেন জানান, আহত মেহেদি হোসেন মাসুম এবং আলিমুন নাহার এ্যানিকে তাদের স্বজনরা হাসপাতাল থেকে বাসায় নিয়েছেন। তারা হাসপাতালে ফিরে আসবেন।

--------------------------------------------------------
আরও পড়ুন: সেপ্টেম্বরেই চালু হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় বার্ন ইনস্টিটিউট
--------------------------------------------------------

অপর দুই আহত কামরুন নাহার স্বর্ণা এবং সৈয়দ রাশেদ রুবাইয়াত মোটামুটি সুস্থ আছেন বলে উল্লেখ করেন তিনি।

গত ১২ মার্চ নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস বাংলার বিএস-২১১ নামের উড়োজাহাজ বিধ্বস্ত হয়। এতে বাংলাদেশের ২৬ জন নিহত এবং ১০ জন আহত হন। আহতদের মধ্যে ৭ জনকে ঢাকায় আনা হয়।

বাকি তিনজনের দুইজন ইমরানা কবির হাসি ও রেজওয়ানুর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে এবং ইয়াকুব আলীকে দিল্লীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুন:

কে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh