• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

মরদেহ হস্তান্তর হবে দ্বিতীয় জানাজার পর

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৯ মার্চ ২০১৮, ১২:০৬

কাঠমান্ডুতে প্লেন বিধ্বস্তে নিহত বাংলাদেশিদের মধ্যে ২৩ জনের দ্বিতীয় জানাজা শেষে মরদহে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। আজ (সোমবার) বিকালে আর্মি স্টেডিয়ামে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিহতদের প্রতি শ্রদ্ধা জানাবেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক মোহাম্মদ রেজা-উল করিম শাম্মী এ তথ্য জানিয়েছেন।

এয়ারফোর্সের একটি প্লেনে করে মরদেহ ঢাকায় আনা হচ্ছে। দুপুর ২টার দিকে মরদেহ ঢাকায় পৌঁছাবে। বাকি তিন জনের মরদেহ শনাক্ত হওয়া সাপেক্ষে শিগগিরই দেশে পাঠানো হবে। এর আগে ইউএস-বাংলার একটি বিমানে করে নেপালে যাওয়া স্বজনদের দেশে পৌঁছানো হবে।

নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস এ তথ্য জানিয়েছেন।