• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

নিহতদের শ্রদ্ধা জানাতে আর্মি স্টেডিয়ামে যাবেন প্রধানমন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৯ মার্চ ২০১৮, ১১:৩০

নেপালে বাংলাদেশি উড়োজাহাজ বিধ্বস্তে প্রাণ হারানো ২৩ বাংলাদেশির মরদেহ ঢাকার আর্মি স্টেডিয়ামে আসার পর সেখানে শ্রদ্ধা জানাতে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক মোহাম্মদ রেজা-উল করিম শাম্মী আরটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আইসপিআরের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বিশেষ বিমানে দুপুর ৩টায় মরদেহ ঢাকায় আনা হবে। এরপর আর্মি স্টেডিয়ামে তাদের জানাজা অনুষ্ঠিত হবে।
--------------------------------------------------------
আরও পড়ুন: আপিল বিভাগের আদেশ নজিরবিহীন: মওদুদ
--------------------------------------------------------

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি টারমাক-১ এ অবতরণ করবে বিমানটি। সেখান থেকে মরদেহগুলো নেয়া হবে আর্মি স্টেডিয়ামে। এসময় নিহতদের স্বজনদের বিমানবন্দরে থাকতে বলা হয়েছে।

এর আগে নেপালস্থ বাংলাদেশ দূতাবাসে ইউএস-বাংলা বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ২৩ বাংলাদেশির প্রথম জানাজা স্থানীয় সময় সকাল পৌনে ৯ টার দিকে সম্পন্ন হয়েছে।

সোমবার সকালে নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস বলেন, জানাজার পরপরই মরদেহগুলো এয়ারপোর্টে নিয়ে যাওয়া হবে।

আরও পড়ুন:

এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘মানুষ এখন ডাল-ভাত নয়, মাছ-মাংস নিয়ে চিন্তা করে’
হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে কেনিয়ার সেনাপ্রধানসহ নিহত ৯
মানুষের ভাগ্য পরিবর্তনে কেউ কোনো পদক্ষেপ নেয়নি: প্রধানমন্ত্রী
ইউএস-বাংলা এয়ারলাইনসে চাকরি, আবেদন অনলাইনে
X
Fresh