• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

শাহীনকে এখনই শঙ্কামুক্ত বলা যাচ্ছে না

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৮ মার্চ ২০১৮, ২০:২৪

নেপালের কাঠমান্ডুতে ইউএস বাংলার বিমান দুর্ঘটনায় আহত শাহীন বেপারী ১৫-১৬ শতাংশ পুড়ে গেছে। তার হাত, পা ও বুক এবং টাঙ্ক এ বার্ন হয়েছে। এ কারণে এখনই তাকে শঙ্কামুক্ত বলা যাচ্ছে না। অন্যদের চেয়ে তিনি একটু বেশি ক্রিটিক্যাল।

জানালেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন।

রোববার বিকেলে বার্ন ইউনিটে চিকিৎসাধীন শাহীনের স্বাস্থ্যের অবস্থা পর্যবেক্ষণ শেষে এ তথ্য জানান তিনি।

সামন্ত লাল বলেন, আহত অন্যদের চেয়ে শাহীনের বেশি বার্ন হয়েছে। তার অন্যান্য পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়েছে। তারপর বলা যাবে বাকিটা।

এদিন বিকেল সোয়া ৫টায় আহত শাহিনকে ঢামেকের বার্ন ইউনিটের ভিআইপি কেবিনের ৬০২ নম্বর কক্ষে ভর্তি করা হয়।

এর আগে বেলা সাড়ে ৩টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-০০৭২ ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান শাহীন। আহতদের মধ্যে ৬ষ্ঠ বাংলাদেশি হিসেবে শাহীন দেশে ফিরেছেন।

শাহীন বেপারী বিক্রমপুর গার্ডেন সিটিতে মেসার্স করিম অ্যান্ড সন্স নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজার। কোম্পানি থেকে বার্ষিক আনন্দভ্রমণে নেপাল গিয়ে দুর্ঘটনায় পড়েন তিনি।

এতে বিমানের ৭১ আরোহীর মধ্যে ৫১ জন নিহত ও ২০ জন আহত হন। নিহতদের মধ্যে বিমানের পাইলট, কো-পাইলট ও দুজন ক্রুসহ বাংলাদেশের ২৬ জন, নেপালের ২৪ ও চীনের ১ জন রয়েছেন। আহতদের মধ্যে বাংলাদেশি ১০ জন, নেপালের ৯ ও মালদ্বীপের ১ জন।

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh