• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

বিমান ক্রু নাবিলার মরদেহ শনাক্ত

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৮ মার্চ ২০১৮, ১৯:৩৩

নেপালের কাঠমান্ডুতে ইউএস বাংলার বিমান দুর্ঘটনায় বিমানটির নিহত ক্রু শারমিন আক্তার নাবিলার মরদেহ শনাক্ত করেছেন তার স্বজনরা।

আজ (রোববার) দুপুরে কাঠমান্ডুর ত্রিভুবন ইউনিভার্সিটি (টিইউ) টিচিং হাসপাতালের মর্গে গিয়ে নাবিলার স্বজনরা তার মরদেহ শনাক্ত করেন। এছাড়া যাত্রী আঁখি মণির মরদেহও শনাক্ত করা হয়েছে।

জানিয়েছেন হাসপাতালের ফরেনসিক বিভাগের আবাসিক চিকিৎসক ডা. কাশাব শ্রেষ্ঠ। এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ দূতাবাস।

দূতাবাস জানায়, রোববার দুপুরে নাবিলা ও আঁখির পরিবারের সদস্যরা মর্গে গিয়ে মরদেহ শনাক্ত করে।

গেলো সোমবার নেপালের কাঠমান্ডুতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিমান অবতরণের সময় বিধ্বস্ত হয়।

এতে বিমানের ৭১ আরোহীর মধ্যে ৫১ জন নিহত ও ২০ জন আহত হন। নিহতদের মধ্যে বিমানের পাইলট, কো-পাইলট ও দুজন ক্রুসহ বাংলাদেশের ২৬ জন, নেপালের ২৪ ও চীনের ১ জন রয়েছেন। আহতদের মধ্যে বাংলাদেশি ১০ জন, নেপালের ৯ ও মালদ্বীপের ১ জন।

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh