• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ইউএস বাংলার আরও যাত্রী বাঁচানো যেত

আন্তর্জাতিক ডেস্ক

  ১৭ মার্চ ২০১৮, ১৮:৩০

নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে(টিআইএ) ইউএস-বাংলার BS-211 বিমান বিধ্বস্তের ঘটনায় আরও কয়েকজনের জীবন বাঁচানো যেত বলে জানিয়েছেন উদ্ধারকর্মীরা।

শুক্রবার দেশটির গণমাধ্যম দ্য হিমালয়ান টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে উদ্ধারকর্মীদের বরাত দিয়ে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বিমান বিধ্বস্তের পর সিভিল এভিয়েশন অথরিটি অব নেপালের(সিএএএন) জনশক্তি পরিকল্পনার বিশেষ করে প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সরঞ্জামের অপর্যাপ্ততার বিষয়টি সামনে এসেছে।

ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের মতে, উদ্ধারকর্মীদের যদি পর্যাপ্ত প্রতিরক্ষামূলক সরঞ্জাম থাকত, তাহলে আরও কয়েকজনের জীবন বাঁচানো যেত।

উদ্ধারকাজের সঙ্গে যুক্ত থাকা এক দমকলকর্মী বলেছেন, বিমান বিধ্বস্তের তিন মিনিটের মধ্যে আমরা ঘটনাস্থলে পৌঁছে যাই। কিন্তু জ্বলন্ত বিমানের কাছে যাওয়ার মতো অগ্নিপ্রতিরোধক অ্যালুমিনিয়াম কোট আমাদের ছিল না। তাই বিমানের ধ্বংসাবশেষের কাছে পৌঁছাতে আধাঘণ্টারও বেশি লেগে যায় আমাদের।

তিনি আরও বলেন, আমরা দেখেছি ২২ জনের অধিকাংশকে বিমানের যেখান থেকে উদ্ধার করা হয়, সেখানে আগুন লাগেনি।

আরেক উদ্ধারকর্মী জানান, সৌভাগ্যবশত আগুন থেকে বেঁচে যাওয়া যাত্রীদেরই আমরা বাঁচাতে পেরেছি।

এই ঘটনায় বেঁচে যাওয়া বাংলাদেশি নাগরিক শেহরীন আহমেদ(২৯) জানান, অন্য যাত্রীদের পুড়তে পুড়তে এবং চিৎকার করতে করতে পড়ে যেতে দেখেছেন তিনি।

এদিকে ত্রিভুবন ইউনিভার্সিটি টিচিং হসপিটালে নিহতদের ময়নাতদন্ত করা ডাক্তাররা জানিয়েছেন, ৪৯ জনের বেশির ভাগেরই মৃত্যু হয়েছে বিষাক্ত ধোঁয়ার কারণে। অগ্নিদগ্ধ হয়ে তাদের মৃত্যু হয়নি।

সিএএএন’র কর্মকর্তারা জানিয়েছেন, দমকলকর্মীদের অগ্নিপ্রতিরোধক পোশাক থাকলে তারা আরও কয়েকজনের জীবন বাঁচাতে পারতেন।

গত সোমবার দুপুর ২টা ১৮ মিনিটে বিমানটি বিধ্বস্তের পর ৩টার সময় আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু মরদেহগুলো উদ্ধার করতে বিকেল ৫টা ৪৫ মিনিট পর্যন্ত সময় লাগে বলে দাবি করেছে টিআইএ।

কে/এ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিউইয়র্কে বাংলাদেশির মৃত্যু নিয়ে পুলিশের বক্তব্যে ভাইয়ের বিরোধিতা
প্রতি বছর দূষণে প্রাণ হারাচ্ছেন পৌনে ৩ লাখ বাংলাদেশি
বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেডের সমরাস্ত্র প্রদর্শনীতে অংশগ্রহণ
আইএমএফের হিসাবে দেশের রিজার্ভ কত, জানাল কেন্দ্রীয় ব্যাংক
X
Fresh