• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

বিমান বিধ্বস্তে আহতদের চিকিৎসায় মেডিকেল টিম

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৭ মার্চ ২০১৮, ১৫:৪৯

নেপালের কাঠমান্ডুতে ইউএস-বাংলা বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আহতদের চিকিৎসার জন্য ১৩ চিকিৎসককে নিয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করেছে সরকার। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের সমন্বয়কারী ডা. সামন্তলাল সেনকে এ বোর্ডের প্রধান করা হয়েছে।

শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ এ কমিটি ঘোষণা করেন।

সভা শেষে আবুল কালাম বলেন, আহতদের মধ্যে শারীরিকভাবে কেউ আশঙ্কাজনক অবস্থায় নেই এখন, তবে মানসিকভাবে বিপর্যস্ত। তাই মেডিকেল বোর্ডে মানসিক চিকিৎসকও রাখা হয়েছে।

--------------------------------------------------------
আরও পড়ুন: বিমান বিধ্বস্তে নিহতদের পরিচয় শনাক্ত শুরু
--------------------------------------------------------

মেডিকেল টিমের অন্য সদস্যরা হলেন- শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রকল্প পরিচালক আবুল কালাম আজাদ, ঢামেক বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইউনিটের বিভাগীয় প্রধান অধ্যাপক সাজ্জাদ হোসাইন খন্দকার, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক মো. ফারুক আলম, ঢামেক বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইউনিটের ডা. রায়হানা আউয়াল, ঢামেকের চিকিৎসক মহিউদ্দিন আহমেদ, ঢামেকের চিকিৎসক এ জে এম মোশতাক হোসেন. ঢামেকের চিকিৎসক শামসুজ্জামান, মোজাফফর হোসেন, আবদুল্লাহ আল মামুন, জাহাঙ্গীর কবীর, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের জহির উদ্দিন ও জামাল হোসেন।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢামেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসিরউদ্দিন ও বার্ন ইউনিটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন।

গেলো সোমবার নেপালের কাঠমান্ডুতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিমান অবতরণের সময় বিধ্বস্ত হয়। এতে বিমানের ৭১ আরোহীর মধ্যে ৫১ জন নিহত হন। আহত হন আরও ২০ জন।

আরও পড়ুন:

এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৫
ব্রাজিলে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৭
ইউক্রেনের ৬৫ যুদ্ধবন্দি নিয়ে রাশিয়ার সামরিক বিমান বিধ্বস্ত
কানাডায় বিমান বিধ্বস্ত হয়ে ৬ জনের প্রাণহানি
X
Fresh