• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

‘আর এক মিনিট চললেই এমনটা হতো না’ (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৫ মার্চ ২০১৮, ১৫:২৬

যত তাড়াতাড়ি পাঠাবে তত ভালো। ফিরে যেতে চাই কিন্তু প্লেনে যেতে খুব ভয় লাগছে। প্লেনটা হঠাৎ ঝাঁকি দিলো। এরপর এটি ভেঙে আগুন ধরে গেলো। আমার পা ও মাথার ডানপাশে আগুন জ্বলছিল। আমি আটক পড়েছিলাম। আমার বের হওয়ার কথা ছিল না।

১২ই মার্চ ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিধ্বস্ত বিমান থেকে বেঁচে যাওয়া কামরুন নাহার স্বর্ণা আরটিভি অনলাইনকে এভাবে সে দিনের মর্মান্তিক ঘটনার বিবরণ দেন।

কামরুন বলেন, যখন ঘটনা ঘটেছিল তখন বুঝতে পারলাম প্লেনটি বাঁকা। কিন্তু প্লেনটি যে তাৎক্ষনিক বিধ্বস্ত হবে কে জানতো। বাহির থেকে প্লেন দেখতে পেলাম। আর এক মিনিট প্লেনটি ভালভাবে চলতে পারলে এমন হতো না। অনেকে বেঁচে যেতো।

তিনি বলেন, শরীরে ব্যথা আছে। তবে মোটামুটি সুস্থ আছি। বাড়িতে গিয়ে ডাক্তার দেখাবো।