• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বিমান বিধ্বস্তে আহত শাওনকে সিঙ্গাপুরে নেয়া হচ্ছে

আরটিভি অনলাইন

  ১৪ মার্চ ২০১৮, ২০:১৫

নেপালের কাঠমান্ডুতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় গুরুতর আহত ডা. রেজওয়ানুল হক শাওনকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেয়া হচ্ছে।

এয়ার অ্যাম্বুলেন্সে করে আজ বুধবার রাতে ইউএস-বাংলা কর্তৃপক্ষ তাকে সিঙ্গাপুরে নিয়ে যাচ্ছে।

রেজওয়ানুল হকের মামা অ্যাডভোকেট আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। ইতোমধ্যে সব প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলেও জানিয়েছেন তারা।

এর আগে ঢাকায় ইউএস বাংলা এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক কামরুল ইসলাম সাংবাদিকদের জানান, রেজওয়ানুল হককে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে পাঠাচ্ছে ইউএস বাংলা।

গত সোমবার নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট বিধ্বস্ত হয়। এতে বাংলাদেশিসহ ৫০ জন নিহত হন। আর ১০ জন বাংলাদেশি বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের একজন রেজওয়ানুল হক। নেপালের ওম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।