• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

‘নাবিলাকে নিয়ে বিভ্রান্তি ছড়ানোর কিছু নেই, তিনি মারা গেছেন’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৪ মার্চ ২০১৮, ১৯:৪৪

কেবিন ক্রু শারমিন আক্তার নাবিলা বেঁচে আছে বা তাকে পাওয়া যাচ্ছে না এমন সব গুজবের পরিপ্রেক্ষিতে ইউএস-বাংলার জনসংযোগ কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, নাবিলা মারা গেছেন, তাকে নিয়ে বিভ্রান্তি ছড়ানোর কিছু নেই।

তিনি বলেন, অনেকে বলছে তার নাম মৃত তালিকায় নেই। আসলে তার মূল নাম হচ্ছে শারমিন আক্তার, ডাক নাম নাবিলা। শারমিন আক্তারের নাম ডেথ তালিকায় আছে।

বুধবার বিকেল সাড়ে ৫টায় সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ইউএস-বাংলার জনসংযোগ কর্মকর্তা কামরুল ইসলাম।

বিমানের ফ্লাইট পাইলট ছিলেন, আবিদ সুলতান, কো পাইলট পৃথুলা রশীদ, ফ্লাইট এ্যাটেনডেন্ট খাজা হুসাইন মুহাম্মদ সাফে ও কেবিন ক্রু শারমিন আক্তার নাবিলা। তারা সবাই উড়োজাহাজ দুর্ঘটনায় মারা গেছে বলে ইউএস-বাংলা সূত্র নিশ্চিত করেছে।

ঢাকা থেকে ৬৭ জন যাত্রীসহ ৭১ জন আরোহী নিয়ে সোমবার দুপুরে কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে নামার সময় ইউএস-বাংলার ফ্লাইট বিএস ২১১ রানওয়ে থেকে ছিটকে পড়ে এবং আগুন ধরে যায়। এতে উড়োজাহাজে চার ক্রুসহ ৫০ জন আরোহী নিহত হন।

আরও পড়ুন:

এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইউএস-বাংলা এয়ারলাইনসে চাকরি, আবেদন অনলাইনে
সপ্তাহে ২ দিন ছুটিসহ নিয়োগ দিচ্ছে ইউএস-বাংলা
নিয়োগ দেবে ইউএস-বাংলা, সাপ্তাহিক ছুটি ২ দিন
এসএসসি পাসে ইউএস-বাংলায় চাকরি, লাগবে না অভিজ্ঞতা
X
Fresh