• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বিমান দুর্ঘটনায় বৃহস্পতিবার রাষ্ট্রীয় শোক

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৪ মার্চ ২০১৮, ১১:৫৯

কাঠমান্ডুতে বিমান বিধ্বস্তে হতাহতদের স্মরণে আগামীকাল বৃহস্পতিবার সারা দেশে শোক পালন করা হবে।

বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সভায় সভাপতিত্ব করেন।

এছাড়া শুক্রবার সারা দেশে ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ দোয়া ও প্রার্থনার ঘোষণা দেয়া হয়।

১২ই মার্চ নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় ইউএস বাংলা এয়ারলাইন্সের যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে নিহত হন ৫১ জন। ইউএস বাংলার বম্বারডিয়ার ড্যাশ কিউ ৪০০ বিমানটিতে মোট ৭১জন আরোহী ছিলেন। ওই ঘটনায় ৫১ জন নিহত হন। আহত হন আরও ২০ জন।