• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

রুয়েট শিক্ষিকার শেষ বাক্য, 'ভ্যাকেশন স্টার্টস নাউ'

সিয়াম সারোয়ার জামিল, আরটিভি অনলাইন

  ১২ মার্চ ২০১৮, ২১:২০

রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষক ইমরানা কবির হাসি নেপাল যাচ্ছিলেন ছুটি কাটাতে।

সেই যাত্রায় বাধ সাধল ভয়াবহ দুর্ঘটনা। সোমবার ত্রিভুবন বিমানবন্দরে দুর্ঘটনায় পড়ে তাদের উড়োজাহাজটি।

বিমানে ওঠার আগে হাসির শেষ বাক্য ছিল, 'ভ্যাকেশন স্টার্টস নাউ।' সেই স্ট্যাটাসের সঙ্গে স্বামী-স্ত্রী দুজনের ছবিও যুক্ত করেন তিনি।

এই রুয়েট শিক্ষকের সবশেষ অবস্থা নিশ্চিত হওয়া গেছে। আহত অবস্থায় তিনি কাঠমান্ডু মেডিকেল কলেজের আইসিইউতে ভর্তি আছেন বলে জানা গেছে।

তার স্বামীর অবস্থা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ইউএস বাংলা এয়ারলাইন্স বিএস-টু ওয়ান ওয়ান ফ্লাইটটি দুর্ঘটনায় ২ শিশুসহ ৪৯ জন নিহতের খবর জানিয়েছে নেপাল পুলিশ।

এছাড়া ১৭ জন মারাত্মক আহত হয়ে চিকিৎসাধীন আছে।

নেপাল পুলিশের ‍মুখপাত্র ডিআইজি মনোজ নিউপেন এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

একটি সূত্রে জানা গেছে, বিমানটিতে চারজন ক্রুসহ ৩২ জন বাংলাদেশি যাত্রী ছিলো।

দুর্ঘটনায় ঠিক কতজনের মৃত্যু হয়েছে তা এখনো জানা যায়নি।

এদিকে ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করেছে সিভিল এভিয়েশন। আগামীকাল মঙ্গলবার তারা কাঠমাণ্ডু যাবেন বলে জানা গেছে।

নেপালের ভ্রমণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব সুরেশ আচার্য জানান, সোমবার বিকেলে বিধ্বস্ত হওয়া এই বিমানে ৪ ক্রুসহ ৭১ জন ছিলেন। তাদের মধ্যে ৩৭ জন পুরুষ, ২৭ জন নারী ও দুটি শিশু।

নেপালের কাঠমাণ্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে আজ দুপুর সোয়া দুইটার দিকে এই ঘটনায় সব ফ্লাইট বন্ধ ঘোষণা করেছে টিআইএ।

আরও পড়ুন:

এসজে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh