• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

নেপালের প্রধানমন্ত্রীকে যা বললেন শেখ হাসিনা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১২ মার্চ ২০১৮, ২০:২৪

নেপালের রাজধানী কাঠমান্ডুতে ইউএস বাংলা এয়ারলাইন্সের BS-211 বিমান বিধ্বস্তের ঘটনায় নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির সঙ্গে ফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এই ঘটনায় গভীর শোক জানিয়ে শেখ হাসিনা বলেন, ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর খোলার সঙ্গে সঙ্গে বাংলাদেশ থেকে সাহায্যকারী দল নেপালে পাঠানো হবে। এই ব্যাপারে প্রয়োজনীয় সব ধরনের সাহায্য করবে বাংলাদেশ।

নেপালের প্রধানমন্ত্রী বলেন, দুর্ঘটনার পরপরই আমি ঘটনাস্থলে ছুটে যাই এবং উদ্ধার কার্যক্রমের খোঁজ নিয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিই।

বর্তমানে রাষ্ট্রীয় সফরে সিঙ্গাপুরে অবস্থান করছেন শেখ হাসিনা। স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে কেপি শর্মাকে শেখ হাসিনা ফোন করেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী প্রেস ইহসানুল করিম।

এদিন দুপুরে নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস বাংলা এয়ারলাইন্সের বিধ্বস্ত হওয়া BS-211 ফ্লাইটে ৪ ক্রুসহ ৭১ জন ছিলেন। তাদের মধ্যে ৩৭ জন পুরুষ, ২৭ জন নারী ও দুটি শিশু।

নেপাল পুলিশ জানিয়েছে, এই দুর্ঘটনায় দুই শিশুসহ ৪৯ জন নিহত হয়েছেন।

কে/পি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২৯ মার্চ)
নিউইয়র্কে বাংলাদেশির মৃত্যু নিয়ে পুলিশের বক্তব্যে ভাইয়ের বিরোধিতা
প্রতি বছর দূষণে প্রাণ হারাচ্ছেন পৌনে ৩ লাখ বাংলাদেশি
বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেডের সমরাস্ত্র প্রদর্শনীতে অংশগ্রহণ
X
Fresh