• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

সৈয়দপুরে দুর্ঘটনায় পড়া বিমানটি নেপালে বিধ্বস্ত!

আরটিভি অনলাইন ডেস্ক

  ১২ মার্চ ২০১৮, ২০:১৪

নেপালে বিধ্বস্ত ইউএস বাংলার বোম্বাইডার ড্যাস কিউ৪০০(S2-AGU) বিমানটি এর আগেও দুর্ঘটনায় পড়েছিল। ২০১৫ সালে বিমানটি সৈয়দপুরে দুর্ঘটনায় পড়েছিল।

ওই সময় প্রকাশিত সংবাদ থেকে জানা যায়, ২০১৫ সালের ৪ সেপ্টেম্বর একবার যান্ত্রিক ত্রুটির জন্য বিমানটি রানওয়ে থেকে ছিটকে ঘাসের ওপর পড়ে।

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের পর রানওয়ের শেষ প্রান্তে গিয়ে ইউএস বাংলা এয়ারলাইনসের একটি উড়োজাহাজের পেছনের চাকা ছিটকে যায়।

তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

ইউএস বাংলা এয়ারলাইন্সের স্টেশন ম্যানেজার রাকিব মোস্তাকিম ওই সময় সংবাদ মাধ্যমকে জানান, বিমানটি রানওয়ের পাশের জমিতে ছিটকে পড়ে। এতে বিমানটির সামনের চাকা (হুইল নোজ) পাশের জমিতে দেবে যায়। তবে বিমানের ৭৪ যাত্রী অক্ষত রয়েছেন।

এ ঘটনার আড়াই বছর পর আজ সেই বিমানটি নেপালে বিধ্বস্ত হলো।কাঠমান্ডুর ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়লে এ দুর্ঘটনা ঘটে।

সবশেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় অন্তত ৫০ জন আরোহীর মৃত্যু হয়েছে।

নেপালের ভ্রমণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব সুরেশ আচার্য জানান, সোমবার বিকেলে বিধ্বস্ত হওয়া এই বিমানে ৪ ক্রুসহ ৭১ জন ছিলেন। তাদের মধ্যে ৩৭ জন পুরুষ, ২৭ জন নারী ও দুটি শিশু।

তবে দুর্ঘটনায় পড়া সেই বিমানটিই আজ বিধ্বস্ত হয়েছে কিনা তা নিয়ে বিমান কর্তৃপক্ষের মন্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, গেলো সপ্তাহেও ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি বিমান দেশের অভ্যন্তরেই যান্ত্রিক ত্রুটির কারণে জরুরি অবতরণ করে।

আরও পড়ুন:

এসআর

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যান্ত্রিক ত্রুটি, ১৯ ঘণ্টা পর ছেড়ে গেল বিমানের ফ্লাইট
আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী
ঢাকা ছেড়েছেন কাতারের আমির
দুই দিনের সফরে ঢাকায় কাতারের আমির
X
Fresh