• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

পিপিপি ও বিমান চলাচলে সহায়তা দেবে সিঙ্গাপুর

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১২ মার্চ ২০১৮, ১২:৫১

পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) ও বিমান চলাচলে বাংলাদেশকে সহযোগিতা দেবে সিঙ্গাপুর। এ লক্ষ্যে দেশটির সঙ্গে দুটি সমঝোতা স্মারকে (এমওইউ) সই করেছে বাংলাদেশ।

সোমবার দুপুরে সিঙ্গাপুরের প্রেসিডেন্ট ভবন ইস্তানায় এ স্মারক সই হয়।

এসময় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুং উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে বিমান চলাচল বিষয়ে দুই দেশের সরকারের মধ্যে সমঝোতা স্মারকে সই করেন বাংলাদেশে বেসরকারি বিমান চলাচল ও পর্যটন সচিব এস এম গোলাম ফারুক এবং সিঙ্গাপুরের যোগাযোগ মন্ত্রণালয়ের পার্মানেন্ট সেক্রেটারি লোহ নাই সেং।

সরকারি-বেসরকারি যৌথ অংশীদারিত্বের প্রকল্পে দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়াতে অপর সমঝোতা স্মারকে সই করেন বাংলাদেশের পাবলিক প্রাইভেট পার্টনারশিপ অথরিটির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আফসর এইচ উদ্দিন এবং সিঙ্গাপুরের ইন্টারন্যাশনাল এন্টারপ্রাইজের সহকারী প্রধান নির্বাহী কর্মকর্তা ট্যান সুন কিম।
--------------------------------------------------------
আরও পড়ুন: ব্যাংকে অনিয়ম-দুর্নীতি জানাতে পারবেন অ্যাপে
--------------------------------------------------------

এর আগে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইস্তানায় সিঙ্গাপুর প্রেসিডেন্টের রাষ্ট্রীয় অফিস কাম বাসভবনে সংবর্ধনা দেয় দেশটির সরকার।

এরপর প্রধানমন্ত্রী সিঙ্গাপুরের প্রেসিডেন্ট হালিমা ইয়াকুবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

শেখ হাসিনা রোববার বিকেলে চার দিনের সরকারি সফরে সিঙ্গাপুর পৌঁছান। সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুংয়ের আমন্ত্রণে তিনি এ সফর করছেন।

আরও পড়ুন:

পি/এসআর

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইসরায়েলি হামলার প্রতিশোধের বিষয়ে যা জানাল ইরান
নিরাপত্তা প্রাচীর ভেঙে বিমানবন্দরে বাস, প্রকৌশলী নিহত
দুবাই বিমানবন্দরে চরম বিশৃঙ্খলা, দুর্বিষহ জনজীবন
তেহরানে বিমান চলাচল স্বাভাবিক
X
Fresh