• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বিচার বিভাগীয় কর্মকর্তাদের যথাসময়ে এসিআর পাঠানোর নির্দেশ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১১ মার্চ ২০১৮, ২৩:৩৭

প্রতি বছরের ১৫ ফেব্রুয়ারির মধ্যে অধস্তন আদালতের বিচার বিভাগীয় কর্মকর্তাদের যথাসময়ে বার্ষিক গোপন অনুবেদন(এসিআর) পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে।

রোববার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. জাকির হোসেন সই করা একটি বিজ্ঞপ্তিতে এই নির্দেশ দেয়া।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন পর্যায়ে কর্মরত বিচার বিভাগীয় কর্মকর্তাদের পদোন্নতি এবং নানা প্রয়োজনে এসিআর প্রয়োজন হয়। এর আগে এই বিষয়ে নির্দেশনা দেয়া হলেও কিছু কর্মকর্তা তা পালন করেননি। এতে নানা রকম প্রশাসনিক সমস্যা হচ্ছে।

এতে বলা হয়, এসিআর সংক্রান্ত নির্দেশনা যথাযথভাবে পালন না করা চাকরির শৃঙ্খলার পরিপন্থী। এছাড়া জুডিশিয়াল সার্ভিস(শৃঙ্খলা বিধিমালা) বিধিমালা, ২০১৭ অনুযায়ী, অসদাচরণ ও শাস্তিযোগ্য। নির্দেশ পালনে ব্যর্থদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও বলা হয়, এর আগে জারি করা বিজ্ঞপ্তিগুলোর পরিপূরক হিসেবে এটি গণ্য হবে। তবে আগের বিজ্ঞপ্তিগুলোর কোনো বিষয়ের সঙ্গে এটার কোনো নির্দেশাবলী অসামঞ্জস্যপূর্ণ হলে এটার বিধানাবলী প্রযোজ্য হবে।

বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন

আরও পড়ুন:

কে/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সুপ্রিম কোর্ট ভবনের ছাদ চুয়ে পানি, বিচারকাজে বিঘ্ন
জামিন পেলেন ব্যারিস্টার কাজল 
যোগগুরু রামদেবকে ভারতীয় সুপ্রিম কোর্টের তলব
অ্যাডভোকেট যুথীর জামিন আবেদন শুনতে হাইকোর্টের নতুন বেঞ্চ
X
Fresh