• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

আওয়ামী লীগের সম্মেলন ব্যয় ২ কোটি ৬৫ লাখ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৯ অক্টোবর ২০১৬, ১২:১১

আসছে ২২ ও ২৩ অক্টোবর আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের সব ব্যয় বহন করা হবে দলীয় তহবিল থেকে। কেউ চাঁদাবাজি করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। জানালেন, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ।

আরটিভি অনলাইনকে তিনি বললেন, সম্মেলন সফল করতে ব্যয় হবে ২ কোটি ৬৫ লাখ টাকা। সম্মেলনের সাজসজ্জা, আপ্যায়ন, শৃঙ্খলা, বিদেশি মেহমানদের থাকার ব্যবস্থাসহ সব ব্যয় এই বাজেটের মধ্যে করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান শেখ হাসিনা।

গোলাপ আরো বলেন, সম্মেলনের জন্য কারো থেকে অনুদান নেয়া হবে না। কেউ যদি সম্মেলন সামনে রেখে চাঁদাবাজি করে তার বিরুদ্ধে সংগঠনের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেয়া হবে। আমাদের সম্মেলনে জামায়াত ছাড়া গণতন্ত্রমনা সব রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হবে।

তিনি বলেন, সম্মেলনে দেশের বাইরে থেকে আসা প্রায় ৫শ’ কাউন্সিলর ও ডেলিগেট উপস্থিত থাকবেন। এরইমধ্যে ইউরোপ- আমেরিকাসহ বেশিরভাগ দেশের কাউন্সিলর চলে এসেছেন।

সম্মেলনের শৃঙ্খলা উপ-কমিটির সদস্যসচিব বাহাউদ্দিন নাসিম জানালেন, সম্মেলন সফল করতে ৯৫ ভাগ প্রস্তুতি হয়েছে। অল্পকিছু কাজ বাকি আছে তাও দুয়েকদিনের শেষ হবে।

তিনি আরো বলেন, সম্মেলনের নিরাপত্তায় সোহরাওয়ার্দী উদ্যান আইপি ও সিসিটিভি ক্যামেরার নিয়ন্ত্রণে আনা হয়েছে। উদ্যানের ৬টি প্রবেশপথে কঠোর নজরদারি থাকবে। যাতে কেউ নাশকতার সুযোগ না পায়।

খাদ্য উপ-কমিটির আহ্বায়ক ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন মায়া বলেন, সম্মেলনে ৫০ হাজার লোককে আপ্যায়ন করা হবে। দেশি-বিদেশি সবাইকে একই খাবার সরবরাহ করা হবে। আলাদা কোনো ব্যবস্থা থাকবে না।।

এইচটি/এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh