• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

বলের পেছনে ছুটতে গিয়ে শিশু জিসানের মৃত্যু

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৯ মার্চ ২০১৮, ২৩:৪৮

রাজধানীর আদাবর নবোদয় হাউজিংয়ের পাশে খালে পড়া জিসান (৫) নামের শিশুটির মরদেহ ৪ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

শিশুটি শুক্রবার সন্ধ্যায় খালে পড়ে যাওয়া একটি বল তুলতে গিয়ে ডুবে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা তল্লাশি চালিয়ে রাত সোয়া ১০টার দিকে তাকে উদ্ধার করে।

আদাবর থানার উপ-পরিদর্শক আশরাফুল ইসলাম আরটিভি অনলাইনকে জানান, শিশুটিকে উদ্ধার করে শিকদার মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আদাবর থানার এএসআই আবু জাফর সামসুদ্দীন জানান, সন্ধ্যা ৬টার দিকে জরুরি সেবার নম্বর ৯৯৯ এ স্থানীয়দের ফোন পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেন।

স্থানীয়রা জানায়, নবোদয় বাজারের কাছে খালে একটি বল পড়ে গেলে ছেলেটি তা তুলতে যায়। ওই সময় তাকে নর্দমায় তলিয়ে যেতে দেখেন একজন দোকানদার।

জিসানের বাবার নাম আবুল হাসেম ওরফে হাসু মিয়া। নবোদয় হাউজিংয়ের ৮ নম্বর সড়কের ১০ নম্বর বাড়িতে তারা ভাড়া থাকে। তাদের গ্রামের বাড়ি কিশোরগঞ্জে।

পি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শরীয়তপুরে ডায়রিয়ার প্রকোপ, ২৪ ঘণ্টায় ৫৫ রোগী হাসপাতালে ভর্তি
২৪ ঘণ্টা রোগী দেখবেন না চট্টগ্রামের চিকিৎসকরা 
মহাসড়কের পাশে পড়ে ছিল হাতির মরদেহ
চাঁদপুরে পৃথক ঘটনায় ২ মরদেহ উদ্ধার
X
Fresh