• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

বিজিএমসিকে বন্ধ করে দেয়া উচিত: অর্থমন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৭ মার্চ ২০১৮, ১৩:৩৯

বাংলাদেশ জুট মিলস করপোরেশন (বিজিএমসি) এর কোনো কাজ নেই। সংস্থাটিকে অনেক টাকা দেয়া হয়েছে। তারা যেভাবে কাজ করছে তাতে পাটের উন্নয়ন হবে না। অব্যবস্থাপনার দায়ে বিজিএমসিকে বন্ধ করে দেয়া উচিত।

বললেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

সচিবালয়ে বুধবার সকালে অর্থমন্ত্রীর নিজ দপ্তরে মন্ত্রণালয়ের অর্থ ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি প্রকাশিত ‘প্রয়াস’ নামের বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অর্থ মন্ত্রণালয়ের কারণে পাট শিল্প এগিয়ে যাচ্ছে না, গেলো সোমবার বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজমের এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় অর্থমন্ত্রী বলেন, অর্থ মন্ত্রণালয়ের কারণে পাটশিল্প এগিয়ে যাচ্ছে না, এটা তার ব্যক্তিগত মতামত। তবে পাট টিকিয়ে রাখতে হলে বিজিএমসিকে বিলুপ্ত করে দিতে হবে।

অর্থমন্ত্রী বলেন, বিজেএমসি একদম বন্ধ করে দেয়া উচিত। ইট শুড নট হ্যাভ এনি এক্সিসটেন্স। মন্ত্রণালয়ে সমন্বয়ের একটা সেল থাকবে, তারাই সব দেখবে। আমি তাদের অফিসিয়ালি বলেছি। তারা বিজেএমসির খপ্পরে পড়েছে। বিজেএমসি বহাল তবিয়তে রয়েছে।

তিনি বলেন, এ প্রক্রিয়ায় ওল্ড বিজেএমসির এক্সিসটেন্সের কোনো প্রয়োজন নেই বলে আমি মনে করি। আমি বস্ত্র ও পাট মন্ত্রণালয়কে বলেছি বিজেএমসির কোনো জায়গা নেই এই নতুন ব্যবস্থায়। নতুন ব্যবস্থায় আমরা বলছি সরকারি বেসরকারি অংশীদারিত্বে (পিপিপি) হবে। সেখানে বিজেএমসি ইট শুড বি অ্যাবুলিশ (বিলুপ্ত করা)।

এমসি/পি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বন্ধুর স্ত্রীকে শাড়ি উপহার দিয়ে সমালোচনার মুখে ব্যারিস্টার সুমন
‘এক বন্ধুকে খুশি করতে অন্যের বিরাগভাজন হতে পারি না’
তীব্র গরমে পশ্চিমবঙ্গে সরকারি স্কুল বন্ধ ঘোষণা
তিন মাস কাপ্তাই হ্রদে মাছ ধরা বন্ধ
X
Fresh